West Bengal News Live Updates: এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার, নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
LIVE

Background
West Bengal News Live: অশান্তির আবহে প্রায় ৫ মাস পর বাংলাদেশ থেকে ফিরল মিতালি এক্সপ্রেস
অশান্তির আবহে প্রায় ৫ মাস পর বাংলাদেশ থেকে ফিরল মিতালি এক্সপ্রেস। ১৭ জুলাই ঢাকায় গিয়ে ছাত্র আন্দোলনের জেরে আটকে পড়েছিল এই ট্রেন। গত সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। তার পরদিনই মঙ্গলবারই কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছয় মিতালি এক্সপ্রেস। বাংলাদেশের ইঞ্জিন ট্রেনের কামরাগুলিকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিয়ে ফিরে যায়। এরপর হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে আসা হয় মিতালি এক্সপ্রেসকে।
WB News Live: এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার, নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ
এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার। নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় সুপ্রিম কোর্টে হবে শুনানি। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কি না, তা নিয়ে হবে সওয়াল জবাব। বৈধ চাকরি শনাক্ত করা সম্ভব কি না, তা নিয়েও হবে সওয়াল জবাব, জানালেন প্রধান বিচারপতি।
Bangladesh News Updates: প্রাণনাশের হুমকি, আক্রমণের মুখেও অবিচল সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ
প্রাণনাশের হুমকি, আক্রমণের মুখেও অবিচল সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী। মার খেয়েও নির্ভীক সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ। ফের চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। জেলবন্দি সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি এগিয়ে আনতে ফের আদালতের দ্বারস্থ রবীন্দ্র। গতকাল শুনানি এগিয়ে আনার আর্জি খারিজের পর গিয়েছিলেন চট্টগ্রাম জেলে, জানিয়েছেন আইনজীবী। 'বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের থেকে ওকালতনামা সংগ্রহ করা হয়েছে', জেল সুপারের অনুমোদনেই ওকালতনামা সংগ্রহ করা হয়েছে, জানিয়েছেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী। গতকাল ওকালতনামা না থাকার কারণে, চট্টগ্রাম আদালতে সন্ন্যাসীর শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ হয়। 'মিথ্যা ও বানানো মামলায় সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে'। 'তিনি একজন সন্ন্যাসী, তা ছাড়া তিনি ডায়াবেটিস, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন রোগে আক্রান্ত'। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গতকাল জামিনের শুনানি এগিয়ে আনার আবেদনে এই দাবি করা হয়েছিল।
News Live Updates: দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান
দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান। সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হল, খবর সূত্রের। সব সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র পাঠানো হচ্ছে অভিবাসন দফতরে। রাজধানীর কালিন্দীকুঞ্জ এলাকায় দিল্লি পুলিশের অভিযান। গতকালই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন গিরিরাজ সিংহ। দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন দিল্লির লেফটেনান্ট গভর্নরও।
West Bengal News Live: জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্পে জমি দিলেই মিলবে চাকরি !
জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্পে জমি দিলেই মিলবে চাকরি! এমনই টোপ দিয়ে কৃষকের জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল খানাকুলের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, মাস তিনেক আগে এক ভাগচাষির জমি নিজের নামে লিখিয়ে নেন শাসক নেতা। প্রতারিত হয়েছেন বুঝে খানাকুল থানা ও হুগলি গ্রামীণের পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন ওই কৃষক অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, জমি কিনেছিলেন টাকার বিনিময়ে, টাকা নেওয়ার ভিডিও রয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্পের জন্যই জমি কিনেছিলেন বলে দাবি অভিযুক্ত শাসক-নেতা অস্বস্তিতে পড়ে তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
