West Bengal News Live: কলকাতার ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
Get the latest West Bengal News and Live Updates: কলকাতা পুরভোটে বামেদের সঙ্গে লড়াইয়ে কংগ্রেস? কলকাতার ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।
LIVE
Background
কলকাতা: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation) তৃণমূলের প্রার্থীতালিকায় (TMC Candidate list for KMC Poll) ফিরহাদ, অতীন, দেবাশিস, দেবব্রত সহ ৬ বিধায়ক। তালিকায় সাংসদ মালা। নেই গতবারের ৩৯ জন। ৬ জনের ওয়ার্ড বদল।
তৃণমূলের প্রার্থীতালিকা থেকে বাদ শান্তনু, স্মিতা, সুদর্শনা, রতন। তারক সিংহর সঙ্গেই ফের টিকিট পেলেন তাঁর ছেলে-মেয়ে। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ে বোনকেও মনোনয়ন।
টিকিট পেলেন শান্তনু সেনের স্ত্রী কাকলি। শোভনের ওয়ার্ডে প্রার্থী রত্না। প্রার্থী হচ্ছেন বৈশ্বানর-পত্নীও। প্রথমবার লড়াইয়ে তৃণমূলনেত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়।
তারুণ্যে জোর তৃণমূলে। প্রার্থী হচ্ছেন শশী পাঁজার মেয়ে পূজা, চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ, স্বর্ণকমল-পুত্র সন্দীপন। টিকিট পেলেন প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ।
চমক দিয়ে তৃণমূলের আগেই কলকাতা পুরসভার প্রার্থীতালিকা প্রকাশ বামেদের। জোট না হলেও ছেড়ে রাখা ১৭ আসনে কংগ্রেস, আইএসএফকে সমর্থনের ঘোষণা।
বাম প্রার্থীতালিকায় ৫৬ জন মহিলা। সংখ্যালঘু ১৭ জন। জোর নতুন মুখে। গড় বয়স ৫০-এর নীচে।
সৌগত রায় বলেছেন ভোটে জবরদস্তি নয়, করলে নির্বাচন প্রয়োজনে বাতিল।নতুন কৌশল। কটাক্ষ বিজেপির। সংশয় প্রকাশ অধীরের। আত্মবিলাপ, খোঁচা সুজনের।
গ্রুপ ডি নিয়োগ নিয়ে ফের অস্বস্তি কমিশনের। এবার এসএসসি পশ্চিমাঞ্চলে ৪ ‘ভুয়ো’ নিয়োগের অভিযোগ। বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের।
‘ভুয়ো’ নিয়োগে বন্ধ বেতন
বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে গরহাজির শুভেন্দুরা। সংবিধান মেনে প্রশাসন চালানোর পরামর্শ রাজ্যপালের। রাষ্ট্রপতি-রাজ্যপালকে বিল দ্রুত সইয়ের অনুরোধ স্পিকারের।
নন্দীগ্রামের হরিপুরে সরকারি আধিকারিককে হেনস্থার ঘটনায় গ্রেফতার উপ-প্রধান সহ ২। প্রতিবাদে ১২ ঘণ্টা নন্দীগ্রাম বনধের ডাক বিজেপির।
West Bengal News Live Updates: হাওড়ার টিকিয়াপাড়ায় হেলে পড়েছে নির্মীয়মাণ টাওয়ার-রেস্তোরাঁ
হাওড়ার টিকিয়াপাড়ায় হেলে পড়েছে নির্মীয়মাণ টাওয়ার-রেস্তোরাঁ। খবর পেয়ে টাওয়ার পরিদর্শন করলেন হাওড়ার পুর প্রতিনিধিরা। বিশেষজ্ঞদের দিয়ে টাওয়ার পরীক্ষার করানো হবে, আশ্বাস পুর কর্তৃপক্ষের। দুর্ঘটনা রুখতে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি নির্মাণকারী সংস্থার।
WB News Live Updates: ১ ডিসেম্বর থেকে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া দিতে হবে, বিজ্ঞপ্তি বাঁকুড়ার হিমঘর কর্তৃপক্ষের
৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে বের করে নিতে হবে মজুত রাখা আলু। খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের নির্দেশে এমনিতেই মাথায় হাত পড়েছিল কৃষকদের। এবার ১ ডিসেম্বর থেকে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া দিতে হবে, বিজ্ঞপ্তি দিল বাঁকুড়ার হিমঘর কর্তৃপক্ষ। একদিকে সরকার, অন্য দিকে হিমঘর কর্তৃপক্ষ। জোড়া বিজ্ঞপ্তিতে মাথায় হাত বাঁকুড়ার আলু চাষি থেকে ব্যবসায়ীদের।
West Bengal News Live Updates: সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় মৃত্যু বিহারের বাসিন্দার
সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় মৃত্যু বিহারের বাসিন্দা এক ব্যক্তির। তিনি চলন্ত বাস থেকে নামার সময় পড়ে যান। বাসের পিছনের চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। এই ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।
WB News Live: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাদক উদ্ধার
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, ওষুধের দোকানের মালিক-সহ ৬। এনসিবি সূত্রে খবর, ব্যারাকপুর থেকে নদিয়া হয়ে বাংলাদেশে মাদক পাচারের ছক ছিল। তার আগেই সীমান্ত এলাকায় এনসিবি-র হাতে ধরা পড়ে মাদক পাচারকারীরা। সূত্রের খবর, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের বাড়ির গুদামেই মজুত করা হত মাদক। এই চক্রে ওষুধের ডিস্ট্রিবিউটর ও দোকান মালিক-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখা হচ্ছে।
West Bengal News Live: হাবড়ায় সমব্যথী প্রকল্পের টাকা পেতে হয়রানির অভিযোগ
সমব্যথী প্রকল্পের টাকা পেতে হয়রানির অভিযোগ। মৃত্যুর পর বছর ঘুরে গেলেও মিলছে না সরকারি সাহায্য। এই নিয়ে হাবড়ায় বিডিও-র কাছে অভিযোগ। তৃণমূল আমলে এটাই সরকারি সহায়তার ছবি। প্রকল্প থাকলেও টাকা দিতে টালবাহানা, আক্রমণ বিজেপির। সমাধানের আশ্বাস তৃণমূলের।