WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৭১৭, মৃত্যু ৯ জনের
Get the latest West Bengal News and Live Updates:ভ্যাকসিনের জন্য সন্ধে থেকে লম্বা লাইন। পুলিশের সঙ্গে মহিলাদের বচসায় উত্তপ্ত শিলিগুড়ি। সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের।
LIVE
Background
পুজোর পরে রাজ্যে খুলতে পারে স্কুল। একদিন অন্তর স্কুল খোলার ভাবনা রাজ্য সরকারের। জানালেন মুখ্যমন্ত্রী। দেড় বছরের ক্ষতি সামলাতে ক্লাস চালু হোক। স্বাগত জানিয়ে মত চিকিৎসক থেকে শিক্ষাবিদদের।
ভ্যাকসিন না পাওয়ার বিক্ষোভে রণক্ষেত্র অশোকনগর। পুলিশের বেধড়ক লাঠিচার্জ। রেহাই নেই প্রৌঢ় থেকে মহিলার! এবিপি আনন্দে সম্প্রচারের পরেই এএসআই সাসপেন্ড। রিপোর্ট তলব ডিএমের।
ভ্যাকসিনের জন্য সন্ধে থেকে লম্বা লাইন। পুলিশের সঙ্গে মহিলাদের বচসায় উত্তপ্ত শিলিগুড়ি। সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের।
বাংলা বঞ্চিত হলে নীরব দর্শক হয়ে বসে থাকব না। ভ্যাকসিন নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। সীমান্তবর্তী রাজ্য হিসেবে গুরুত্ব দেওয়ার দাবি। করোনাকালেও শুধু বিভাজনের রাজনীতি, পাল্টা বিজেপি।
চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছে না কেন্দ্র। এটাই বড় সমস্যা। ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে তোপ নোবেলজয়ী অভিজিতের। গুজরাত-কর্নাটকের উদাহরণ দিয়ে বাংলার সঙ্গে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর।
রাজ্য কি স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে ? এখনও কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি? কোভিড ক্ষতিপূরণ মামলায় রাজ্যের সমালোচনায় হাইকোর্ট। ১২ অগাস্টের মধ্যে তথ্য তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিযায়ী শ্রমিকদের আয়। দেশের অর্থনীতির উন্নতি হলেই, সুফল পাবে বাংলা। নবান্নে মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়কের। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী।
ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে পথে নামছে বিজেপি। ১৬ থেকে ১৮ অগাস্ট কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে আশীর্বাদ যাত্রা বাংলায় বদলাচ্ছে শহিদ সম্মান যাত্রায়। আগে দুর্গতদের বাঁচান, তারপরে আসবেন, খোঁচা তৃণমূলের।
বানভাসির জন্য দায়ী কে? জল ছাড়ার সম্মতি দিয়েও, ডিভিসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিজেপির। প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন শুভেন্দু।সেচমন্ত্রী থাকার সময় তো অন্য কথা বলতেন, খোঁচা তৃণমূলের।
পরীক্ষার ২০দিনের মাথায় আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ। দুপুর আড়াইটেয় রেজাল্ট আউট। সাড়ে ৩টে থেকে ডাউনলোড করা যাবে র্যাঙ্ক-কার্ড। পরীক্ষার্থী ৯২ হাজারেরও বেশি।
WB News Live Updates: উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস, হারবে ত্রিপুরাতেও
উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস, হারবে ত্রিপুরাতেও। মুখ ফস্কে মন্তব্য, না কি অসুস্থতা, না কি অন্য কোনও কারণ? মুকুল রায়ের মন্তব্যে জল্পনা। মনের কথা, কটাক্ষ বিজেপির। ভুল ব্যাখ্যা, প্রতিক্রিয়া শাসক দলের।
WB News Live Updates: চুল কেটে, মারধর করে স্বামীর মৃত্যুর জন্য স্ত্রীকে সাজা প্রতিবেশীদের
চুল কেটে, মারধর করে স্বামীর মৃত্যুর জন্য স্ত্রীকে সাজা প্রতিবেশীদের। মধ্যযুগীয় বর্বরতার ছবি এবার ধরা পড়ল, উত্তর ২৪ পরগনার হাবড়ায়। বধূকে নির্যাতনের অভিযোগে ২ গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বধূও।
WB News Live Updates: মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ি চেকিং-এর সময় অ্যাসিস্ট্য়ান্ট রোড ট্যাক্স অফিসারকে খুনের চেষ্টার অভিযোগ
মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ি চেকিং-এর সময় অ্যাসিস্ট্য়ান্ট রোড ট্যাক্স অফিসারকে খুনের চেষ্টার অভিযোগ। হাসপাতালে দেখতে গেলেন ফিরহাদ হাকিম। দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণমন্ত্রী। ঘটনায় রাজনীতির রঙ লেগেছে।
WB News Live Updates: ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুত্কেন্দ্রের নোংরা জলে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা কৃষিজমি, মাথায় হাত কৃষকদের
ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুত্কেন্দ্রের নোংরা জলে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা কৃষিজমি। মাথায় হাত কৃষকদের। অভিযোগ পেয়ে এলাকা ঘুরে দেখলেন রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে তাপবিদ্যুত্ কেন্দ্রের তরফে।
WB News Live Updates: সাত কেন্দ্রে দ্রুত ভোটের দাবিতে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধিরা
সাত কেন্দ্রে দ্রুত ভোটের দাবিতে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধিরা। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।