এক্সপ্লোর
Advertisement
ছাগলকে বাইকের ধাক্কা, পিটিয়ে খুন গৃহবধূ, বাধা দিতে গিয়ে জখম দুই ভাই
বীরভূম: ছাগলকে বাইকের ধাক্কা। আর তা নিয়েই উত্তেজনা বীরভূমের নানুরে। বচসার জেরে মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে জখম মৃতের ভাই। ঘটনায় গ্রেফতার দুই। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু।
মৃতের পরিবারের দাবি, বুধবার দুপুরে আটকুলা গ্রামের রাস্তা দিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন দুই যুবক। অভিযোগ, নিয়ন্ত্রণ রাখতে না পেরে হঠাৎই একটি ছাগলকে ধাক্কা মারে তারা। প্রতিবাদ জানান ছাগলের মালিক গোলচেহারা বিবি। অভিযোগ, এ নিয়ে বিবাদ চলাকালীন ওই মহিলাকে বেধড়ক মারধর করে ২ যুবক। বাধা দিতে যান মহিলার দুই ভাই। তাঁদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃতের এক ভাই।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। অভিযুক্তরা প্রত্যেকেই স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত বলে দাবি। এ বিষয়ে শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement