বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অপহরণ, মাদক খাইয়ে লাগাতার 'ধর্ষণ' তরুণীকে, গ্রেফতার প্রেমিকের বন্ধু
![বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অপহরণ, মাদক খাইয়ে লাগাতার 'ধর্ষণ' তরুণীকে, গ্রেফতার প্রেমিকের বন্ধু Woman kidnapped, ‘raped’ after being drugged by lover’s friend বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অপহরণ, মাদক খাইয়ে লাগাতার 'ধর্ষণ' তরুণীকে, গ্রেফতার প্রেমিকের বন্ধু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/17202520/n24-dhamakhali-repeated-rap.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উত্তর ২৪ পরগনা: বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে অপহরণ। লজে আটকে রেখে মাদক খাইয়ে লাগাতার গণধর্ষণের অভিযোগ। এক মাস পর উদ্ধার তরুণী। গ্রেফতার মূল অভিযুক্ত। চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। স্থানীয় সূত্রে খবর, তরুণীর সঙ্গে যে যুবকের সম্পর্ক ছিল, তাঁকে নিয়ে আপত্তি ছিল পরিবারের। ফলে প্রেমিককে বিয়ে করতে পারছিলেন না তরুণী। বাড়ির আপত্তি সত্বেও স্বপ্ন দেখেছিলেন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার। তাই ভরসা করেছিলেন প্রেমিকের বন্ধু গোবিন্দ দাসকে। তাঁর দাবি, বিয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সাহায্য করতে এগিয়ে আসে গোবিন্দ। মাস খানেক আগে তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় সে। অভিযোগ, গাড়িতে মাদক খাইয়ে বেহুঁশ করে তোলা হয় ধামাখালির একটি লজে। সেখানে লাগাতার ধর্ষণ করা হয় তাঁকে। তরুণীর দাবি, অসুস্থ হয়ে পড়ায় দেগঙ্গার একটি বাড়িতে তাঁকে রেখে দেয় গোবিন্দ। সেখান থেকে তরুণী কোনওভাবে যোগাযোগ করেন বাড়িতে। সেই বাড়ি থেকে উদ্ধার করে ক’দিন আগে তরুণীকে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে। বুধবার দেগঙ্গা থানায় দায়ের করা হয় অভিযোগ। অভিযুক্ত গোবিন্দ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণ, ধর্ষণ সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)