নারীপাচার চক্রের পর্দাফাঁস, বিহার থেকে উদ্ধার বনগাঁর ২ গৃহবধূ
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনায় ফের নারীপাচার চক্রের পর্দাফাঁস। বিহারে সিওয়ান জেলায় পাচারকারীদের ডেরা থেকে উদ্ধার বনগাঁর গোপালনগর এলাকার ২ গৃহবধূ। পরিচারিকার কাজ দেওয়ার নাম করে তাঁদের পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। অধরা অভিযুক্ত মহিলা। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রে খবর, ১২ নভেম্বর গোপালনগরের এক গৃহবধূ নিখোঁজ হন। দিন কয়েকের মধ্যেই গোপালনগরের মহতপুরে আরেক গৃহবধূ উধাও হয়ে যান! প্রথমে কোনও সূত্রই হাতে পাচ্ছিলেন না তদন্তকারীরা। এর মধ্যেই এক গৃহবধূ, তাঁর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। সেই ফোন নম্বরের সূত্রেই মেলে সাফল্য। টাওয়ার লোকেশন খতিয়ে দেখে জানা যায়, ফোন এসেছিল বিহারের সিওয়ান জেলার বারহারিয়া থেকে। পরশু রাতে সিওয়ানের বারহারিয়ায়, ১ ব্যক্তির ডেরায় অভিযান চালিয়ে ২ গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। বুধবার বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দেন ২ গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, ২ গৃহবধূরই দাবি, নদিয়ার চাকদার শীলা নামে এক মহিলা, তাঁদের পরিচারিকার কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিহারে নিয়ে যান। অভিযুক্ত শীলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, তারও সন্ধান শুরু হয়েছে।