Arvind Kejriwal: সুপ্রিম কোর্টে জামিন পেলেন কেজরিওয়াল, আজই জেল মুক্তি হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীর
Arvind Kejriwal Get Bail: আবগারি দুর্নীতিতে সিবিআই-মামলায় জামিনের নির্দেশ ২ বিচারপতির বেঞ্চের, জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে সিবিআই-মামলায় জামিনের নির্দেশ ২ বিচারপতির বেঞ্চের। আগেই আবগারি দুর্নীতিতে ইডি-র দায়ের করা মামলায় জামিন মিলেছে কেজরিওয়ালের। সাক্ষীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী, জামিনের পর জানাল সর্বোচ্চ আদালত।
মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয়, মন্তব্য মণীশ শিসোদিয়ার। আজই জেল থেকে মুক্তি হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীর।উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় আর্থিক দুনীতির সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ। গত ২১ মার্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এরপর তাঁকে আদালতে পেশের পর বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়।
আরও পড়ুন, বাবাকে বেঁধে রেখে কুপিয়ে 'খুন' মাকে ! শিউরে ওঠা ঘটনা বসিরহাটে
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।