Nisith Pramanik:নিশীথ প্রামাণিকের উপর হামলাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের
Supreme Court: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (Union Minister Of State For Home Affairs) নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) উপর হামলাকাণ্ডে সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রাপ্ত তথ্য খতিয়ে দেখে মামলাটি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রেক্ষাপট...
ফেব্রুয়ারির শেষ দিকে কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙচুর চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে। নিশীথ প্রামাণিকের অভিযোগ ছিল, তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়েছে। পাল্টা বিজেপি-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন উদয়ন গুহ। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই ঘটনার আঁচ এসে পড়ে শহর কলকাতাতেও। রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তাপও ছড়ায়। রাজভবন থেকে কড়া বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। লিখিত বিবৃতিতে তাঁর বার্তা, 'আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবেন না। ভয়, পক্ষপাত ছাড়া পুলিশকে দায়িত্ব পালন করতে হবে'। বিবৃতিতে রাজ্যপাল আরও লেখেন, 'সভ্যতা-সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর। প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই। নির্মম ভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমাজবিরোধী আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নিতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়। বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক'। নিশীথের কনভয়ে হামলার অভিযোগে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠান রাজ্যপাল। বিষয়টি নিয়ে বিজেপির তরফে আইনজীবীরা অভিযোগ করেছিলেন, একবার নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর বার বার হামলার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে পুলিশকে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও কার্যকরী ভূমিকা নেয়নি বলে দাবি করেন তাঁরা। এমনকি আগাম কোনও নিরাপত্তামূলক ব্য়বস্থাও নেওয়া হয়নি। অতএব এটি পুলিশের ব্যর্থতা, এই মর্মে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। তাদের দাবি, এই ঘটনায় সিবিআইকে তদন্তভার দেওয়া হোক কারণ এটিই একমাত্র সংস্থা যারা হামলার নেপথ্যে কারা রয়েছে খুঁজে বের করতে পারবে। বার বার দিনহাটাতেই কেন নিশীথ প্রামাণিকের উপর হামলা চলে, এই প্রশ্নও তোলা হয়েছিল অভিযোগে। সঙ্গে সংযোজন, এবার সিআরপিএফ মোতায়েন করা হোক দিনহাটায়। গোটা বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। পরে ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সেই নির্দেশই খারিজ করল শীর্ষ আদালত।
আরও পড়ুন:চৈত্র-শেষেই কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা, গরমের দাপট দেখবে দার্জিলিংও