Crime News: স্যুটকেস থেকে রক্তস্রোত, বাক্স খুলতেই হাড়হিম দৃশ্য
Crime News in Tamilnadu: স্যুটকেসটি থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। দৃশ্য দেখেই পুলিশে খবর দিয়ে ছোটেন এলাকাবাসী। আর এরপর সেই স্যুটকেস খুলতেই...
নয়া দিল্লি: রাস্তার পাশের একটি নর্দমায় পড়ে রয়েছে একটি স্যুটকেস। নীল রঙা সেই বাক্সটি দেখে বোঝার উপায় নেই ভিতরে কী রয়েছে। কিন্তু এমন পরিত্যক্ত স্যুটকেস দেখে অবাক সকলেই। কাছে যেতেই ভ্রম ভাঙল এলাকাবাসীর। স্যুটকেসটি থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। দৃশ্য দেখেই পুলিশে খবর দিয়ে ছোটেন এলাকাবাসী। আর এরপর সেই স্যুটকেস খুলতেই...
সোমবার তামিলনাড়ুর তিরুপুর জেলার নাল্লুর কাছে ড্রেনের ভিতরে একটি পরিত্যক্ত স্যুটকেস থেকে পাওয়া গেল এক মহিলার মৃতদেহ। পুলিশ জানিয়েছে দেহটি একেবারে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে। তিরুপুর-ধারাপুরম ন্যাশনাল হাইওয়ের ব্যস্ত রাস্তার পাসে সকাল সাড়ে আটটা নাগাদ রক্তের দাগ সহ নীল স্যুটকেসটি দেখতে পান অনেকেই। এরপরই পুলিশকে খবর দেন এলাকাবাসী। নল্লুর গ্রামীণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্যুটকেসের ভিতর মৃতদেহ দেখতে পায়। দেহটিকে ময়নাতদন্তের জন্য তিরুপুর সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ অফিসার এস রমেশ একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "মহিলার দেহ দেখে বুঝতে পারা যাচ্ছে যে তিনি রাতের পোশাক পরিহিত ছিলেন এই ঘটনার সময়। তাঁর হাতে একটি ট্যাটু রয়েছে। বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। দেহটিতে পচনপ্রক্রিয়া শুরু হয়নি। এমনকি দেহের বাইরে কোনও আঘাতের চিহ্নও ছিল না। যদিও ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা নীরিক্ষা করছেন। তার গলায় একটি চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে মারা হতে পারে। কিন্তু ময়নাতদন্তের পরই বিস্তারিত জানা যাবে। গঠন করা হয়েছে চারটি বিশেষ দল। আমরা সিসিটিভির প্রমাণ সংগ্রহ করছি এবং মহিলার ছবি দিয়ে তার পরিচয় জানার জন্য আশেপাশে খোঁজাখুঁজি করব”।
এদিকে এই ঘটনা জানাজানি হতেই ভিড় জমা হতে শুরু হয়েছে। যদিও পুলিশ ব্যারিকেড করে সেই ভিড় সামাল দেওয়ার চেষ্টা করে।