এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mamata VS Shah: শাহের রুটেই রোড শো করবেন মমতা, গাইবেন সেই বাউল! দাবি অনুব্রতর
এবার অমিত শাহ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বোলপুর চৌরাস্তা থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। পাল্টা সেই রুটেই মিছিল করবেন মুখ্য়মন্ত্রী।
![Mamata VS Shah: শাহের রুটেই রোড শো করবেন মমতা, গাইবেন সেই বাউল! দাবি অনুব্রতর The baul singer, who had sung before Amit Shah likely to appear in Mamata Bandopadhaya road show, claims Anubrata Mondal Mamata VS Shah: শাহের রুটেই রোড শো করবেন মমতা, গাইবেন সেই বাউল! দাবি অনুব্রতর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/22014941/web-amit-shah-with-baul-still-for-arup-da.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রোড শোয়ের পাল্টা রোড শো! শক্তি প্রদর্শনের রেষারেষি! এবার অমিত শাহ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বোলপুর চৌরাস্তা থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। .মিছিলের ভিড় দেখে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোড শোয়ের ভিড়ই বলে দিচ্ছে পরিবর্তনের সময় এসে গিয়েছে।
বিনাযুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী! কার্যত এই ভঙ্গীতেই এবার শাহের রোড শোর রুটেই রোড শো করবেন তৃণমূল নেত্রী। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছেন, বাইরে থেকে কোনও লোক নয়, আমার জেলার মানুষকে নিয়েই আড়াই লাখ লোকের জমায়েত করব। আমাদের তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব। শাহের পাল্টা উত্তর তিনিই দেবেন। রাজনৈতিক লড়াইয়ের শেষ এখানেই নয়। রবিবার যে বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন শাহ, তিনিই না কি মমতার রোড শোতে গান করবেন বলে দাবি করেছেন অনুব্রত, যা নিয়ে বিজেপির কটাক্ষ, অনুকরণ করে কোনও লাভ হবে না। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী রোড শোর ঘোষণা করেছেন, একজন নেতা বলছেন দু’লক্ষ মানুষের জমায়েত হবে। পুলিশ চাপ দিচ্ছে। সরকার চাপ তৈরি করে ভিড় জোগাড় করছে। কিন্তু মানুষ আগের দিন যে জনসমাগম দেখেছে, জয় শ্রী রামের যে ধ্বনি উঠেছে, তা সেদিন দেখা যাবে না। ভয় দেখিয়ে আনা, আর স্বেচ্ছায় আসা মানুষ বোঝে শনি ও রবি, দু’দিনের সফরে শাহের আক্রমণের আংশিক জবাবও দিয়েছেন মমতা। বলেছেন, বিজেপি চিটিংবাজের দল। অমিত শাহ ঝুরি ঝুরি মিথ্যা বলেছেন!
রাজনৈতিক কর্মসূচির চ্যালেঞ্জ শুধু বীরভূমেই আটকে নেই। বিজেপিতে যোগ দেওয়ার পর, প্রথম বার, বৃহস্পতিবার কাঁথি শহরে পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী। তার আগের দিন, অর্থাৎ বুধবার কাঁথি শহরের ডরমেটরি মাঠে জনসভা করবে তৃণমূল। উপস্থিত থাকবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)