Tirupati News: 'স্বেচ্ছাবসর নিন বা অন্য কাজ খুঁজে নিন', লাড্ডু বিতর্কের পর অ-হিন্দু কর্মীদের সরানোর উদ্যোগ তিরুমালা ট্রাস্টের
Tirumala Tirupati Devasthanams : তিরুমালা তিরুপতি দেবাষ্টনম একটি স্বাধীন ট্রাস্ট। যারা অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির-সহ একাধিক মন্দিরের তত্ত্বাবধায়ক।
তিরুপতি : লাড্ডু বিতর্কের পর পুরোপুরি ভোল বদলের পথে তিরুমালা তিরুপতি মন্দির ট্রাস্ট। সংস্কার করতে চেয়ে তারা সব অ-হিন্দু কর্মীকে সরিয়ে দিতে চায়। এই লক্ষ্যে নয়া বিধি পাস করেছে তিরুমালা তিরুপতি দেবাষ্টনম। তাতে সব অ-হিন্দু কর্মীকে বলা হয়েছে, হয় তাঁরা স্বেচ্ছাবসর নিয়ে নিক, অথবা সরকারি ক্ষেত্রে অন্য চাকরির খোঁজ করুন।
তিরুমালা তিরুপতি দেবাষ্টনম একটি স্বাধীন ট্রাস্ট। যারা অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির-সহ একাধিক মন্দিরের তত্ত্বাবধায়ক। ট্রাস্টের চেয়ারম্যান বি আর নায়ডু বলেন, "মন্দিরে অ-হিন্দু কর্মীদের অনুমতি দেওয়ার কোনও প্রশ্নই নেই। আমার কাছে অ-হিন্দু কর্মীদের একটি তালিকা আছে। যেহেতু হিন্দুদের তরফে সংস্কারের দাবি তোলা হয়েছে তাই আমি তাঁদের সঙ্গে কথা বলব।"
এর পাশাপাশি ট্রাস্টের তরফে এও বলা হয়েছে যে, মন্দিরের ভেতর এবং বাইরে শুধুমাত্র হিন্দু ভেন্ডারদেরই অনুমতি দেওয়া হবে। চেয়ারম্যানের সংযোজন, "বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর জন্য শুধুমাত্র হিন্দু ভেন্ডারদেরই অনুমতি দেওয়া হবে। অ-হিন্দু ভেন্ডারদের আমরা সরিয়ে দেব। আমাদের আওতায় থাকা জমি পূর্বতন YRSCP সরকার 'মুমতাজ' নামের একটি হোটেলকে দিয়ে দিয়েছিল। ওরা নিয়ম ভেঙেছিল। তাই আমরা তা খারিজ করেছি।"
তিন সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার তিরুমালা তিরুপতি দেবাষ্টনম-এর জন্য নতুন গভর্নিং কাউন্সিল গঠনের কথা ঘোষণা করে। তাতে বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয় বিআর নায়ডুকে। ২৪ জন সদস্য রয়েছে এই কাউন্সিলে। নবগঠিত এই বোর্ড সোমবার বৈঠকে বসে। সেখানে তারা সিদ্ধান্ত নেয়, মন্দিরে সেবা করার জন্য শুধুমাত্র হিন্দুদেরই অনুমতি দেওয়া হবে। অ-হিন্দু কর্মীদের হয় স্বেচ্ছাবসর নিতে বলা হবে অথবা অন্য সরকারি দফতরে বদলি নিতে বলা হবে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ সরকারকে একটি চিঠি লেখার সিদ্ধান্তও হয়। সরকারকে জানানো হবে, অ-হিন্দু কর্মীদের নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে।
তিরুমালা তিরুপতি দেবাষ্টনম-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জি কিষাণ রেড্ডি। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রভু ভেঙ্কটেশ্বর মন্দিরের বেদিতে সেবা দিতে শুধুমাত্র হিন্দুদেরই অনুমতি দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশের অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে অ-হিন্দু কর্মীদের।
মন্ত্রীর সংযোজন, "আসন্ন দিনগুলিতে তিরুমালা তিরুপতি দেবাষ্টনম ভারতের বিশিষ্ট আধ্যাত্মিক কেন্দ্র হয়ে ওঠা উচিত।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে