এক্সপ্লোর
Advertisement
কাকদ্বীপ, দিঘায় তাণ্ডব চাালিয়ে উমপুন কলকাতায় ঢোকার আগেই ধ্বংসলীলা শুরু, নানা জায়গায় ভাঙল গাছ, হোর্ডিং
ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতাতেও। একাধিক জায়গায় ভাঙল গাছ, সিগনাল পোস্ট। পশ্চিম পুটিয়ারিতে ভেঙে পড়ল পুরনো বাড়ির একতলার কার্নিস। বন্ধ সব উড়ালপুল।
কলকাতা: কাকদ্বীপে উমপুনে উড়ে গেছে বাড়ির চাল। দিঘায় গার্ডওয়াল টপকে সমুদ্রের জল গড়িয়ে নিল ভারী বোল্ডারকেও। মন্দারমণিতে গাছ উপড়ে রাস্তা বন্ধ।
এই পরিস্থিতি কলকাতা শহরেও। এখনও উমপুন এসে পৌঁছায়নি। তাতেই ঝড়ের দাপটে সারা শহর জুড়ে ভেঙে পড়েছে গাছ।
দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডে ভেঙে পড়ল ফুলে ভরা রাধাচূড়া গাছ। গাছ পড়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়েছে কলকাতা পুরসভা। গাছ কেটে সরাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে গড়িয়াহাটের মোড়েও ভেঙে পড়েছে গাছ। গাছ পড়ে বন্ধ জেমস লং সরণি।
অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে বড় একটি গাছ ভেঙে পড়ে গাড়ির উপর। কেউ হতাহত হননি। গাছটি সরানোর প্রক্রিয়া শুরু হয় দ্রুততার সঙ্গে। লকডাউনে রাস্তায় এমনিই ভিড় কম। তারমধ্যে উমপুন আতঙ্কে ঘর থেকে বেরচ্ছেন না মানুষ। একের পর এক হোর্ডিং ভেঙে পড়ছে শহরের বিভিন্ন দিকে।
শুধু শহর কলকাতাতেই নয়, দুর্গাপুরে বিপজ্জনক ভাবে বিদ্যুতের খুঁটি নিয়ে ভেঙে পড়েছে গাছ। ফলে পরিস্থিতি ভয়াবহ। একের পর এক গাছ ভেঙে পড়েছে কাঁথিতেও।
বিদ্যুতের তার গাছে জড়িয়ে থাকলে বিপদের আশঙ্কা বাড়তে পারে, তাই তাড়াহুড়ো করে রাস্তায় নেমে গাছ সরানো ও কাটার প্রক্রিয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
পুলিশ কর্মীরা যথেষ্ট তৎপর। রাস্তায় যে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কলকাতা পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement