Abhishek Banerjee: 'ভোকাট্টা হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি', ত্রিপুরা নির্বাচনের আগে চ্যালেঞ্জ অভিষেকের
Abhishek on Tripura Assembly Election 2023: দোরগড়ায় ত্রিপুরা নির্বাচন, রোড শোয়ের পর সভামঞ্চ থেকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বললেন তৃণমূলের যুবরাজ ?
ত্রিপুরা: দোরগড়ায় ত্রিপুরা নির্বাচন (Tripura Assembly Election 2023)। রোড শোয়ের পর সভামঞ্চ থেকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, 'যত সংখ্যায় মানুষ আজকে রোড শোয়ে অংশ নিয়েছেন, যেভাবে সভানেত্রীকে একবার দেখবেন বলে মানুষ বাইরে বেরিয়ে এসেছেন, তারা যদি আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটাধিকার গ্রহণ করে তাহলেই, ভারতীয় জনতা পার্টি ভোকাট্টা হয়ে যাবে। এই আগরতলার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি।'
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। যদিও এদিন রোড শো ও সভা করলেও হালটা ধরার চেষ্টা করেছিলেন অনেক আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পুরভোটের সময়ও কম চেষ্টা করা হয়নি। তবে দলবদলের পর নতুন করে ঘরে ফিরতেই রাজ্য থেকে সরিয়ে ত্রিপুরায় বড় দায়িত্ব দেওয়া হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। একদিকে যেমন অভিষেক ও মমতার ব্যানারে ব্যানারে ছয়লাপ হতে দেখেছে ওই রাজ্যের বাসিন্দা। তার পাশাপাশি ব্যানার ছিঁড়ে দেওয়ারও ছবি উঠে এসেছে পাশাপাশি। মূলত ত্রিপুরা বিধানসভা ভোটের অনেক আগেই জল ঘোলা হয়েছিল দেবাংশু ভট্টাচার্যের প্রতিবাদ ইস্যু থেকে শুরু করে উসকে গিয়েছিল সায়নী বিতর্কও।
এদিন এই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, 'মহিলানেত্রীর গাড়ির উপর হামলা চালনা হয়েছে। আমাদের কত কর্মীকে মিথ্যে মামলায় জেলে ঢোকানো হয়েছে,' বলে এদিন সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গত বছর থেকেই ত্রিপুরা ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাদের তরফে বারবার প্রকাশ্য়ে এসেছে বিস্ফোরক টুইট। আর আগেই মতই এদিনের অভিষেক ও মমতার সভা ঘিরে ইতিমধ্যেই আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বলেছেন, 'এই সভা করে বিজেপিকেই আখেরে সুবিধা করে দিচ্ছে তৃণমূল।' তোপ দাগতে ছাড়েননি শুভেন্দুও। আর এদিন রাজ্যের বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, 'ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল (TMC)।' ওদের ধর্তব্যের মধ্যেই আনা যায় না বলেই দাবি বিরোধী দলনেতার।
প্রসঙ্গত, ত্রিপুরায় পুরোদমে শুরু আসন্ন বিধানসভার ভোট প্রচার। ভোট প্রচারের জন্য সোমবারই উত্তর পূর্বের রাজ্যটিতে পা রেখেছেন দুই তাব়ড় রাজনীতিবিদ। একদিকে ত্রিপুরা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অন্যদিকে ত্রিপুরা পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগরতলার অলিগলিতে ঘুরে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন সাধারণ লোকেদের সঙ্গে। তাঁকে দেখা গিয়েছে শিঙাড়া তৈরি করতে, পান সাজাতেও হাত লাগিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, 'ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল', বললেন শুভেন্দু
অন্যদিকে সোমবারই ত্রিপুরাতে জোড়া জনসভা করেছেন অমিত শাহ। সেই জনসভায় তাঁর বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অমিত শাহ তাঁর বক্তব্যে আগাগোড়া নিশানা করেছেন সিপিএম-কে। তার সঙ্গে তুলোধনা করেছেন কংগ্রেসকেও। কিন্তু কোনও নির্বাচনী সভা থেকেই একটাও শব্দ খরচ করলেন তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। বিধানসভা ভোটের প্রচারে আজ ত্রিপুরায় সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করননি অমিত শাহ। আক্রমণ করেন শুধুই বাম এবং কংগ্রেসকে। যা নিয়ে ফের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম।