এক্সপ্লোর
Advertisement
দিনে খান মাত্র একবার, করেন বরফ স্নান, ট্যুইটার সিইও-র জীবনযাত্রা শুনলে চমকে যাবেন!
সপ্তাহে ৭ বার খান জ্যাক ডোরসি। অর্থাৎ দিনে ১ বার। তাও শুধু নৈশভোজ। চমকে গেলেন? রাতে মাছ, চিকেন আর নানারকম সবুজ শাকসবজি খেয়ে থাকেন এই সোশ্যাল মিডিয়া ব্যারন।
নয়াদিল্লি: তিনি বেতন নেন না। উপার্জন করেন শুধুমাত্র কোম্পানির স্টক আর শেয়ার থেকে। এই কথা বহুচর্চিত। কিন্তু জানেন কি, ট্যুইটার-প্রতিষ্ঠাতার প্রতিদিনের খাদ্যতালিকা? হলফ করে বলা যায়, শুনলে চমকে যাবেন যে কেউ। সপ্তাহে ৭ বার খান জ্যাক ডোরসি। অর্থাৎ দিনে ১ বার। তাও শুধু নৈশভোজ। চমকে গেলেন? রাতে মাছ, চিকেন আর নানারকম সবুজ শাকসবজি খেয়ে থাকেন এই সোশ্যাল মিডিয়া ব্যারন।
এখানেই শেষ নয়। তাঁর জীবনযাত্রার সঙ্গে জুড়ে আছে নানারকম চমকপ্রদ গল্প। নিয়মিত বিপাসনা ধ্যান করেন তিনি। অনন্ত ২ ঘন্টা। তাছাড়া সউনা নেন। তারপরই আইস বাথ নেন তিনি।
গতবছর নিজের ডায়েট চার্ট প্রকাশ্যে আনেন ডরসি। তিনি জানান, দিনে একবার মাত্র খেয়ে সতেজ থাকেন তিনি।
ট্যুইটার সিইও জানিয়েছেন, এই জীবনযাত্রায় থেকে সারাদিন কাজে ভালভাবে মন দিতে পারেন তিনি। প্রতিদিন প্রচুর পরিমাণে ভিটামিন সি খান তিনি।
ডরসি এও জানিয়েছেন, সন্ধেয় ১৫ মিনিট সউনার পর ৩ মিনিটের বরফস্নান তাঁকে আরাম দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement