Ukraine Sniper World Record: ৩.৮ কিলোমিটার দূর থেকে বন্দুক তাক করে রুশ সেনাকে হত্যা, বিশ্বরেকর্ড গড়লেন ইউক্রেনীয় স্নাইপার
Russia Ukraine War: ইউক্রেনীয় সংবাদমাধ্যমে ফলাও করে এ নিয়ে খবর বেরিয়েছে, তাতে বলা হয়েছে, স্নাইপিংয়ের দুনিয়ায় যাবতীয় হিসেব নিকেশ বদলে দিচ্ছে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা (SBU) সংস্থার স্নাইপাররা।
নয়াদিল্লি: নয় নয় করে দু'বছর হতে চলল যুদ্ধের। ক্ষয়ক্ষতিতে নিত্যদিন রেকর্ড তৈরি হচ্ছেই। সেই আবহেই অনভিপ্রেত রেকর্ড গড়লেন ইউক্রেনের এক স্নাইপার। ৩.৮ কিলোমিটার দূর থেকে গুলি ছুড়ে এক রুশ সৈন্যকে হত্য়া করলেন তিনি। এত দূর থেকে গুলি ছুড়ে লক্ষ্যভেদের নজির আর নেই। শনিবার বিবৃতি জারি করে নয়া রেকর্ড তৈরির কথা জানিয়েছে কিভ। (Ukraine Sniper World Record)
ইউক্রেনীয় সংবাদমাধ্যমে ফলাও করে এ নিয়ে খবর বেরিয়েছে, তাতে বলা হয়েছে, স্নাইপিংয়ের দুনিয়ায় যাবতীয় হিসেব নিকেশ বদলে দিচ্ছে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা (SBU) সংস্থার স্নাইপাররা। অনেক বেশি দূরত্ব থেকে গুলি ছুড়ে লক্ষ্যভেদ করে চলেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে, যেখানে ওই স্নাইপারের রেকর্ড ভাঙার মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। (Russia Ukraine War)
কিভ সূত্রে জানা যাচ্ছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি 'দ্য লর্ড অফ দ্য হরাইজন' রাইফেল থেকে গুলি ছুড়েই নজির গড়েছেন ইউক্রেনীয় ওই স্নাইপার। রেকর্ড বাঙার মুহূর্তের যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, দূর থেকে বন্দুক তাক করেছিলেন ওই ইউক্রেনীয় স্নাইপার। তাঁর রাইফেল থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর একজন রুশ সৈনিক মাটিতে পড়ে গেলেন।
A Ukrainian sharpshooter shattering the longest kill record.
— War&Peace (@realpeacenotwar) November 19, 2023
A new record claim for a successful sniper shot was set when a Ukrainian sniper and special operations serviceman from the Security Service of Ukraine, or SBU, hit a Russian soldier at 3,800 meters (2,36 miles).
Prior… pic.twitter.com/HtMGNkHSUU
সোশ্যাল মিডিয়ায় 'ওয়ার অ্যান্ড পিস' হ্যান্ডল থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়। লেখা হয়, 'একজন ইউক্রেনীয় শার্পশ্যুটার দীর্ঘতম হত্যার রেকর্ড গড়েছেন। একজন ইউক্রেনীয় স্নাইপার এবং স্পেশ্যাল অপারেশন্স কর্মী ৩ হাজার ৮০০ মিটার দূরত্ব থেকে গুলি ছুড়ে রুশ সৈনিককে হত্যা করেছেন। এর আগে পর্যন্ত ৩ হাজার ৫৪০ মিটার দূরত্ব থেকে গুলি ছুড়ে লক্ষ্যভেদের রেকর্ড ছিল। নয়া রেকর্ডে সিলমোহর দিতে ভিডিও-ও প্রকাশ করা হয়েছে, যাতে জনৈক রুশ সৈনিক ছাড়াও আতঙ্কিত সাধারণ মানুষকে দেখা গিয়েছে'।
এত দিন পর্যন্ত সর্বাধিক দূরত্ব থেকে লক্ষ্যভেদের রেকর্ড কানাডার এক স্নাইপারের দখলে ছিল। ২০১৭ সালে ইরাকে ৩.৫৪ কিলোমিটার দূর থেকে গুলি ছুড়ে লক্ষ্যভেদ করেছিলেন তিনি। তারও আগে ২০০৯ সালে ব্রিটেনের স্নাইপার ক্রেগ হ্য়ারিসন আফগানিস্তানে ২.৪৮ কিলোমিটার দূরত্ব থেকে গুলি ছুড়ে এক তালিবান যোদ্ধাকে হত্য়া করেন।