PM-Vidyalaxmi scheme: প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প আনছে কেন্দ্র, কারা পাবেন কোন সুবিধা
Union Cabinet: বুধবার মেধাবী পড়ুয়াদের আর্থিক সাহায্য দিতে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নয়াদিল্লি: মেধাবী পড়ুয়াদের আর্থিক সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই প্রকল্পটি অনুমোদিত হয়।
এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রথম সারিতে থাকা ৮৬০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া মেধাবী পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ নিতে পারবেন। এর মাধ্যমে প্রতিবছর ঋণ নিতে পারবেন দেশের ২২ লক্ষের বেশি মেধাবী পড়ুয়া। প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা ঋণ পাবেন কোনও কিছু বন্ধক না রেখেই। এই প্রকল্পের মাধ্যমে তাঁরা যে কোর্সে ভর্তি হবেন তার টিউশন ফিজ ও অন্যান্য খরচ দেওয়া হবে ঋণ হিসেবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, এই সরকারি প্রকল্পের অধীনে মেধাবী পড়ুয়ারা ব্যাঙ্ক থেকে সাড়ে সাত লক্ষ টাকার শিক্ষা ঋণ পেতে পারেন। পাশাপাশি পড়ুয়ারা বকেয়া ডিফল্টের ৭৫ শতাংশ ক্রেডিট গ্যারান্টির জন্যও যোগ্য হবেন। এটি প্রকল্পের অধীনে পড়ুয়াদের জন্য শিক্ষা ঋণ দিতে ব্যাঙ্কগুলিকে সহায়তা করবে সরকার।
কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রে আরও জানা গেছে, এই প্রকল্পের অধীনে সেই সমস্ত মেধাবী পড়ুয়ারাই সুযোগ পাবেন যাঁদের পরিবারের বার্ষিক রোজগার ৮ লক্ষ টাকার মধ্যে এবং যাঁরা অন্য কোন সরকারি স্কলারশিপ না অন্য কোন সরকারি প্রকল্পের থেকে সুবিধা পান না। পড়াশোনা চালানোর সময় ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া পড়ুয়াদের মাত্র ৩ শতাংশ সুদ দিতে হবে। প্রতিবছর এই সুবিধাটি পাবেন এক লক্ষ পড়ুয়া। এই ক্ষেত্রে সুবিধাটি নিতে পারবেন সরকারি প্রতিষ্ঠানের সেই সমস্ত পড়ুয়ারা যাঁরা টেকনিক্যাল বা প্রফেশনাল কোনও কোর্সে পড়াশোনা করছেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ পর্যন্ত এই পাঁচ বছরের মধ্যে এর জন্য সরকার বরাদ্দ করেছে ৩ হাজার ৬০০ কোটি টাকা এবং এই সময়কালের মধ্যে সুদের হারে ছাড় পাবেন সাত লক্ষ নতুন পড়ুয়া। আর যে সমস্ত পড়ুয়াদের পরিবারের বার্ষিক রোজগার সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত তাঁদের কোনও সুদ দিতে হবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Case Hearing: আজও হল না শুনানি, সুপ্রিম কোর্টে ফের পিছোল আর জি কর মামলা