COVID-19 vaccine Update: ভারতে ১০০ কোটি টিকা ডোজ সম্পূর্ণ, দেশবাসীকে গান উপহার দেবে কেন্দ্র
বুধবার কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানান হয়েছে যে ১০০ কোটি টিকাকরণ প্রায় হয়ে গিয়েছে দেশে।
নয়া দিল্লি: উৎসব আবহে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ছিল। তাই আগাম সতর্কতা নিয়েই করোনা টিকাকরণ জোরকদমে জারি রেখেছিল কেন্দ্র। প্রাথমিকভাবে দেশবাসীকে টিকা নেওয়ার জন্য উৎসাহ দিতে করোনা টিকা নিলে নানা ক্ষেত্রে নানা ছাড়ও দেওয়া হয়েছিল। বুধবার কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানান হয়েছে যে ১০০ কোটি টিকাকরণ প্রায় হয়ে গিয়েছে দেশে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড মনসুখ মাণ্ডব্য জানান টিকাকরণের এই মাইলস্টোন উদযাপনে কেন্দ্র একটি গান লঞ্চ করতে চলেছে বৃহস্পতিবার। শুধু গান নয়, থাকবে অডিও ভিস্যুয়ালও। সূত্রের খবর, রাজধানীর লালকেল্লা থেকে এই অডিও ভিস্যুয়াল ক্লিপটি রিলিজ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৯.১২ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশব্যাপী চলা টিকাকরণ কর্মসূচীতে।
এদিকে, পুজো মিটতেই রাজ্যে লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা গ্রাফ। একলাফে বেশ কিছুটা বেড়ে বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত ৮৬৭ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৭২৬, আর সোমবারে যা ছিল ৬৯০। গত কয়েকদিনের মতো আশঙ্কা বাড়িয়ে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২৪৪ জন। পাশপাশি রাজ্যে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার থেকেই ফের রাজ্যজুড়ে জারি হয়ে যাচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ। উৎসবের মরশুমে জনসাধারণের সুবিধার কথা ভেবে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাজ্যে রাত্রিকালীন বিধিনিষেধে অল্প ছাড় দেওয়া হয়েছিল।
অন্যদিকে, বিদেশ থেকে ভারতে আসতে গেলে এবার যাত্রীদের নয়া নিয়ম মানতে হবে। বুধবার আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে এমনই নতুন নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে বলা হয়েছে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক, সকল যাত্রীদের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া যাত্রীদের জন্য করোনা পরীক্ষা কিংবা আইসোলেশনের প্রয়োজন হবে না। কিন্তু কোনও যাত্রী যদি সম্পূর্ণ ডোজ না নেওয়া বা একেবারেই টিকা না নেওয়া থাকে সেক্ষেত্রে তাঁদের নমুনা পরীক্ষা করতে হবে। এছাড়াও ওই যাত্রীদের সাতদিনের জন্য আইসোলেশনেও থাকতে হবে।