এক্সপ্লোর
Advertisement
ফাইজার টিকার ফলে মার্কিন স্বেচ্ছাসেবকদের শরীরে ভয়াবহ অ্যালার্জি, প্রশ্ন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে
ব্রিটেনের মেডিক্যাল রেগুলেটর দাবি করেছেন, যাঁদের কোনও ওষুধ বা খাবারে গুরুতর অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাঁদের ফাইজারের টিকা না নেওয়াই ভাল।
নয়াদিল্লি: করোনা টিকা ফাইজারের প্রতীক্ষায় উন্মুখ মার্কিন যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগমনের কথা ঘোষণা করেছেন, শোনা যাচ্ছে, ধনী দেশগুলো নাকি আগেই সব ডোজ বুক করে নিচ্ছে, যাতে তাদের নাগরিকরা সুরক্ষিত থাকেন, বাকিরা গোল্লায় গেলে যাক। এই পরিস্থিতিতে খবর এল, স্বেচ্ছায় ফাইজারের ডোজ নিতে গিয়ে দুই স্বাস্থ্যকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এক মধ্যবয়সী মহিলা, যাঁর অ্যালার্জির কোনও ইতিহাস ছিল না, টিকা নেওয়ার ১০ মিনিটের মধ্যে তাঁর শরীর ছেয়ে গিয়েছে অ্যলার্জিতে।
আলাস্কার এক স্বাস্থ্যকর্মীও ফাইজারের করোনা টিকা নিয়েছিলেন, তাঁরও শরীরে দেখা দিয়েছে ভয়াবহ অ্যালার্জি। গত সপ্তাহে ইংল্যান্ডে করোনা টিকার পরীক্ষার সময় এমনই কাণ্ড হয়।
দেখা যাচ্ছে, ওই মধ্যবয়সী মহিলার গোটা মুখ ও শরীরে অ্যালার্জি ছেয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয় তাঁর, বেড়ে যায় হৃদস্পন্দন। অন্যদের ইঞ্জেকশন নেওয়ার ১০ মিনিটের মধ্যে চোখ ফুলে যায়, শুরু হয় গলা চুলকানো। তবে ১ ঘণ্টার মধ্যে তা ঠিক হয়ে যায়, ছেড়েও দেওয়া হয় তাঁদের। তবে ওই মহিলাকে ২ রাত হাসপাতালে থাকতে হয়।
ব্রিটেনের মেডিক্যাল রেগুলেটর দাবি করেছেন, যাঁদের কোনও ওষুধ বা খাবারে গুরুতর অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাঁদের ফাইজারের টিকা না নেওয়াই ভাল। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও বলেছে, অ্যালার্জি থাকা বেশিরভাগ আমেরিকানেরই এই টিকা নেওয়া উচিত না। যদিও আলাস্কার ওই স্বেচ্ছাসেবকের কোনও অ্যালার্জির ইতিহাস ছিল বলে জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement