Uttar Pradesh Dalit Girl Assaulted: ৬ বছরের দলিত শিশুকে ধর্ষণ করে ছাগলের উপরও যৌন নির্যাতন, উত্তর প্রদেশে গ্রেফতার সরকারি আধিকারিক
UP Official Rapes Dalit Girl: উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে এই অভিযোগ সামনে এসেছে।
লখনউ: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই আবহে আরও এক ধর্ষণের ঘটনা সামনে এল। উত্তরপ্রদেশে সরকারি আধিকারিকের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে, ৫৭ বছর বয়সি ওই সরকারি আধিকারিক ছ'বছরের শিশুকে ধর্ষণ করেন প্রথমে। তার পর, পোষা একটি ছাগলকেও ধর্ষণ করেন। (Uttar Pradesh Dalit Girl Assaulted) গ্রেফতার করা হয়েছে তাঁকে।
উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে এই অভিযোগ সামনে এসেছে। মেয়েটির পরিবার জানিয়েছে, সরকারি কাজে আহমেদগড় গ্রামে যাতায়াত ছিল ওই সরকারি অধিকারিকের। সোমবার বিকেলেও গ্রামে ঢোকেন তিনি। সেই সময় বাড়ির উঠোনে খেলছিল মেয়েটি। বাড়িতে সেই সময় প্রাপ্তবয়স্ক কেউ না থাকায় সুযোগ নেন অভিযুক্ত। (UP Official Rapes Dalit Girl)
মেয়েটির পরিবার জানিয়েছে, প্রথমে শিশুটিকে ধর্ষণ করেন ওই ব্যক্তি। এর পর, বাড়িতে পোষা ছাগলটির উপরও যৌন নির্যাতন চালান। পাশের বাড়ির এক শিশু, মেয়েটির বন্ধু গোটা ঘটনা দেখে এবং সে-ই ঘটনার বর্ণনা দেয় বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ওই সরকারি আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টির দিকে নজর রেখেছেন। রাজ্য সরকারের তরফে মেয়েটির পরিবারতে ৮.২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হয়েছে। পুলিশ আধিকারিক গজেন্দ্র সিংহ জানিয়েছেন, ওই আধিকারিক রাজ্যের কৃষি দফতরে কর্মরত। সোমবার ওই দলিত কন্যা এবং তার বন্ধুকে বাড়ির উঠোনে খেলা করতে দেখে ঢুকে পড়েন তিনি। প্রথমে মেয়েটিকে ধর্ষণ করেন, তার পর দুয়ারে বাঁধা ছাগলটিকেও ধর্ষণ করেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওঁকে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে শাস্তির ব্যবস্থা করা হবে। অভিযুক্ত যাতে কঠোর শাস্তি পান, তার ব্যবস্থা করা হবে। মেয়েটির বাবা জানিয়েছেন, সোমবার বিকেলে তিনি এবং তাঁর স্ত্রী জমিতে কাজ করছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল মেয়ে। পাশের বাড়ির ছেলেটি পরে খেলতে আসে। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালেই থানায় অভিযোগ জানান তাঁরা। যোগীর নির্দেশে জেলাশাসক ইতিমধ্যেই মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেছেন। পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা তিনিই জানান। নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের তরফে।