সাহারানপুর: পবিত্র শ্রাবণ মাসে কানওয়ার (kanwar) যাত্রীরা হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে এসে ভগবান মহাদেবের অভিষেক করছেন। এই সময়ে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার এক যুবক মায়ের কথা মতো বিয়ের ইচ্ছা পূরণ করতে ২০১ লিটারের কলসি করে গঙ্গাজল নিয়ে এলেন।
সাহারানপুর জেলার লেবার কলোনির বাসিন্দা অক্ষয় সোনি গতবছর বন্ধুদের সঙ্গে কানওয়ার যাত্রায় গিয়ে ১০১ লিটার গঙ্গাজল নিয়ে এসেছিলেন। এবার তাঁর কানওয়ার যাত্রা গিয়ে জল নিয়ে আসার ইচ্ছা ছিল না। কিন্তু, অক্ষয়ের মা তাঁকে বলেন যে জল নিয়ে এলেই শিব তাঁর জীবনসঙ্গী খুঁজে দেবেন। এই কথা শুনে অক্ষয় মাকে প্রতিশ্রুতি দেন যে এবার তিনি ১০১ লিটার নয় ২০১ লিটার গঙ্গাজল নিয়ে এসে ভগবান শিবের অভিষেক করবেন।
সেই প্রতিশ্রুতি পূরণের জন্য গত মাস থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন অক্ষয়। বাজার থেকে ২০১ লিটার গঙ্গাজল ধরবে এরকম কলসি নিয়ে তিনি সোজা হরিদ্বারের উদ্দেশে রওনা হন।
এপ্রসঙ্গে অক্ষয় জানান, তাঁর দুটো বোনের বিয়ে হয়ে গেছে। এবার তাঁর বিয়ের প্রস্তুতি চলছে। বাড়িতে ভালো বউ আনার জন্য তাঁর মা বাবা ভোলানাথের কাছে মানত করেছিলেন। এর জন্যই তাঁর মা জল আনতে বলেছিলেন।
আরও পড়ুন: Indian Army: কুর্নিশ, ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাডে রেকর্ড সময়ে সেতু তৈরি সেনার
অক্ষয় বর্তমানে হরিদ্বার থেকে ২০১ লিটার গঙ্গাজল নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তাঁর কথায়, এবার তাঁর বিয়ে হয়ে যাবে তাই সামনের বছর তিনি আর জল নিতে আসবে না। পাশাপাশি তিনি একথাও জানান যে মায়ের খুশির জন্য তিনি সবকিছু করতে পারেন। এবার কানওয়ার যাত্রায় যাওয়ার জন্য তাঁর ইচ্ছা ছিল না। কিন্তু, মা যখন তাঁর বিয়ের জন্য গঙ্গাজল নিয়ে এসে ভগবান শিবের অভিষেক করতে বলেন তখন তিনি তাঁকে বারণ করতে পারেননি। মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই তিনি ২০১ লিটার জল নিয়ে ফিরছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral News: মোবাইল-টিভি দেখতে বাধা, মা-বাবার বিরুদ্ধে থানায় ছেলেমেয়ে, মামলা উঠল আদালতে