নয়াদিল্লি: উত্তরকাশীতে (Uttarkashi Tunnel Rescue) টানেল-বিপর্যয়ে ৫টি বিকল্প পথে উদ্ধারকাজ চলছে। এর মধ্যে সিল্কিয়ারার দিক থেকে ও বারকোটের দিক থেকে সমান্তরাল ভাবে চলছে ড্রিলিং। এ ছাড়াও, পাহাড়ের দু’পাশ থেকে দুটি এবং পাহাড়ের ওপর থেকে ড্রিল করে মাইক্রো টানেল বসানোর চেষ্টা চলছে। গোটা পরিস্থিতি এবং উদ্ধারকাজ নিয়ে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। আজও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। 


চলছে উদ্ধারকাজ: বিকল্প পথে উদ্ধারকাজ চলছে। মূলত সিল্কিয়ারার দিক থেকে সমান্তরাল পথে ড্রিলিং চালিয়েই আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। সেখানে বসানো হয়েছে বিদেশি অগার মেশিন। ধসে বিপর্যস্ত ৬০ মিটার জায়গার মধ্যে গতকালই ২২ মিটার জায়গায় মাইক্রো টানেল বসানোর কাজ শেষ হয়েছে। ড্রিলিং চলাকালীন টানেলে ধস নামলে জরুরি ভিত্তিতে বসানো হবে কংক্রিটের ব্লক। উত্তরকাশীতে টানেল-বিপর্যয়ে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ ছাড়াও ৫টি সংস্থা একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে।


খোঁজ নিলেন প্রধানমন্ত্রী: এদিন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উদ্ধারকাজ নিয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি যেসব শ্রমিকরা আটকে রয়েছেন তাঁদের জন্য খাবার, ওষুধ ঠিকঠাক সরবরাহ হয়েছে কিনা সে সম্পর্কেও খোঁজ খবর নিয়েছেন। দ্রুত যাতে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তারও নির্দেশ দিয়েছেন।''


উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের দূরত্ব ৩০ কিলোমিটার। গত কয়েকবছর ধরেই পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। টানেলের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার। যাতায়াতের দূরত্ব কমাতেই তৈরি হচ্ছিল টানেল। ১১ দিন ধরে এই নির্মীয়মাণ টানেলেই আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। এর মধ্যে বাংলার ৩ শ্রমিক রয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছয় ইঞ্চির নলের মধ্যে গিয়ে এন্ডোস্কোপিপ ক্যামেরা ঢোকানো হয়েছে ধ্বংসস্তূপের ভিতরে। আসলে ওই নলটি খাবার পৌঁছনোর কাজে ব্যবহৃত হচ্ছিল। সোমবার রাতেও ওই নল দিয়েই খাবার পৌঁছে দেওয়া হয়।  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি ওই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থল থেকে যে ছবি উঠে এসেছে, তাতে টুপি মাথায়, কাজের পোশাকেই দেখা গিয়েছে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। ক্যামেরা দেখে হাত নেড়েছেন তাঁরা। জানিয়েছেন, এখনও পর্যন্ত ঠিকই আছেন। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ওয়াকিটকির মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলছেন উদ্ধারকারীরা। উদ্ধারকারীদের কথাতেই ক্যামেরার সামনে হাজির হন তাঁরা।


আরও পড়ুন: Ration-Aadhaar Link: রেশনের সঙ্গে আধারের লিঙ্ক কীভাবে? রইল বিস্তারিত পদ্ধতি