এক্সপ্লোর
Advertisement
শনিবার শুরু টিকাকরণ, প্রথম দিন ভ্যাকসিন পাবেন ৩ লক্ষ স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশের মধ্যে যে ২,৯৩৫টি জায়াগায় যে টিকাকরণ হচ্ছে সেখানে ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে। মন্ত্রক জানিয়েছে অকারণে টিকাকরণ বাড়াতে পারবে না রাজ্যগুলি।
নয়াদিল্লি: আগামী শনিবার সারা দেশজুড়ে শুরু হচ্ছে টিকাকরণ। টিকাকরণের প্রথমদিন সারা দেশের ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে ভ্যাকসিন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২,৯৩৫টি জায়াগায় এই টিকাকরণ হবে।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশের মধ্যে যে ২,৯৩৫টি জায়াগায় যে টিকাকরণ হচ্ছে সেখানে ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে। মন্ত্রক জানিয়েছে অকারণে টিকাকরণ বাড়াতে পারবে না রাজ্যগুলি। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে প্রতি দফায় ১০০ জনকে টিকা দেওয়া যাবে। কিন্তু কোনও কেন্দ্রে কত ভ্যাকসিন প্রতিদিন দেওয়া হবে সে সম্পর্কে কিছু নির্দেশ দেওয়া হয়নি। মন্ত্রক আরও বলেছে যে প্রতিদিন চলবে টিকাদান প্রক্রিয়া। ধীরে ধীরে বাড়ানো যেতে পারে টিকাদানের সংখ্যা।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার মঙ্গলবার ইঙ্গিত দিয়েছে এবার টিকাকরণের সময় সাধারণ মানুষের কাছে দুটো অপশন থাকবে। এক, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বানানো কোভিশিল্ড, ভারত বায়োটেকের বানানো কোভ্যাক্সিন। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, সারা বিশ্বের বহু জায়গায় টিকাকরণ শুরু হয়েছে। কিন্তু কোথাও একাধিক অপশন নেই।
কেন্দ্র আগেই জানিয়েছিল প্রথম সারির যোদ্ধাদের প্রথম দুই পর্যায়ে টিকা দেওয়া হবে। এরপর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি। এরপর প্রাধান্য পাবে ৫০ বছর কম বয়সি, যাদের কো-মর্বিডিটি আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, প্রথম সারির যোদ্ধাদের জন্য বিনমূল্যে টিকাকরণ করা হবে। তবে ৫০ উর্ধ্ব এবং কো-মর্বিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বিনামূল্যে টিকাকরণ করা হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই দেশের ১৩ রাজ্যে পৌঁছে গিয়েছে ভ্যাকসিন। যে তালিকায় আছে দিল্লি, আমদাবাদ, কলকাতা, মুম্বই, গুয়াহাটি, হায়দরাবাদ, বেঙ্গালুরু সহ একাধিক শহর। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সোমবার এক কোটি ১০ লক্ষ ভ্যাকসিনের বরাত দিয়েছে সিরাম ইনস্টিটিউটকে। সিরাম জানিয়েছে, ২০০ টাকায় প্রতি ডোজ মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement