Vinesh Phogat: এবার রাজনীতির আখড়ায়? তুতো দিদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন বিনেশ, জোর চর্চা
Haryana Assembly Elections 2024: আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বিনেশ।
নয়াদিল্লি: যৌন হেনস্থার অভিযোগে সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। রাষ্ট্রের চোখরাঙানির সামনে দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন। ১০০ গ্রাম ওজনের জন্য প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর তাঁর বিধ্বস্ত চেহারা দেখে চোখের জল ফেলেছিল গোটা দেশ। কুস্তির কাছে শেষ পর্যন্ত 'হার স্বীকার' করলেও, জীবনের কাছে হার শিকার করতে করতে নারাজ বিনেশ ফোগাত। সব ঠিক থাকলে এবার রাজনীতিতে পদার্পণ করতে চলেছেন তিনি। (Vinesh Phogat)
আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বিনেশ। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনই খবর মিলছে। কোন দল থেকে বিনেশ প্রার্থী হবেন, তা যদিও পরিষ্কার নয় এখনও পর্যন্ত। তবে সংবাদ সংস্থা IANS-কে বিনেশ-ঘনিষ্ঠরা জানিয়েছেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনে তুতো দিদি ববিতা ফোগতের বিরুদ্ধে লড়াই করতে দেখা যেতে পারে বিনেশকে। ববিতা বিজেপি-র সদস্য। ২০১৯ সালে হরিয়ানার দাদরি থেকে ভোটে লড়লেও পরাজিত হন। এবার ববিতা তাঁকে টক্কর দিতে পারেন। (Haryana Assembly Elections 2024)
আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে বজরং পুনিয়া বনাম যোগেশ্বরকেো মুখোমুখি দেখা যেতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এর আগে, রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে বিনেশ জানিয়েছিলেন, সক্রিয় রাজনীতিতে নাম লেখানোর কোনো পরিকল্পনা নেই তাঁর। কিন্তু রাজনৈতিক দলগুলি তাঁকে রাজি করাতে চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না বলে জানা গিয়েছে। আগামী ১ অক্টোবর একদফায় নির্বাচন হরিয়ানা। ফলাফল ঘোষণা ৪ অক্টোবর।
যৌন হেনস্থার অভিযোগে সতীর্থদের সঙ্গে টানা ৪০ দিন দিল্লির যন্তরমন্তরের ধর্নামঞ্চে কাটিয়েছেন বিনেশ। রাস্তা থেকে তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার দৃশ্য দেখেছিল গোটা দেশ। যেদিন নয়া সংসদভবনের উদ্বোধন ছিল রাজনীতিতে, সেই দিনই রাজধানীতে বিনেশ এবং তাঁর সতীর্থরা চরম অসম্মানিত হন, তাঁদের 'দেশদ্রোহী' বলেও কটাক্ষ করা হয়।
এর পরও নিজের অবস্থান থেকে সরে আসেননি বিনেশ। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের তদানীন্তন প্রধান, তথা উত্তরপ্রদেশের 'বাহুবলী' নেতা ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে অনড় ছিলেন। সম্প্রতি প্যারিস অলিম্পিক্সের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরও কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। সেই আবহেই কুস্তিকে বিদায় জানানোর ঘোষণা করেন। পরে আবার ফিরতে পারেন বলে জল্পনাও উস্কে দেন। এই মুহূর্তে বিনেশের রাজনীতিতে যোগদানের সম্ভাবনা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।