Viral Video: কবরস্থানে কঙ্কাল নিয়ে নাচে মগ্ন সন্ন্যাসিনী! শিউরে ওঠা দৃশ্য ভাইরাল নেটমহলে
হঠাৎ এমন দৃশ্য দেখে রীতিমতো শিহরিত হয়ে ওঠেন পথচারীরা। সাদা গাউন পরিহিত ওই মহিলা জীবিত না অশরীরী তা নিয়ে ওঠে প্রশ্ন!
অনেকসময়ই হয় যে ভৌতিক কিছু দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেয়। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে গায়ে কাঁটা দেওয়ার পাশাপাশি শিরদাঁড়া দিয়েও নামবে ঠান্ডা স্রোত। ভিডিওতে দেখা যাচ্ছে কবরস্থানে এক সন্ন্যাসিনী একটি কঙ্কালের সঙ্গে নৃত্যরত। যদিও এই ছবিগুলি দেখার পর থেকেই গুঞ্জন উঠেছে নেটনাগরিকদের মধ্যে। ছবিগুলি কী আসলেই সত্যি?
এই ঘটনাটি যখন ঘটে চলেছে সেই সময় কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বেশ কয়েকজন পথচারী। তাঁরা যখন দেখে যে এক সন্ন্যাসিনী কঙ্কালের সঙ্গে নেচে চলেছেন তখন তাঁদের চক্ষু ছানাবড়া হবে তা বলাই বাহুল্য। তাঁদের কথায় প্রায় ৫০ বছর ধরে অব্যবহৃত রয়েছে ওই কবরস্থানটি। সেখানে হঠাৎ এমন দৃশ্য দেখে রীতিমতো শিহরিত হয়ে ওঠেন পথচারীরা। সাদা গাউন পরিহিত ওই মহিলা জীবিত না অশরীরী তা নিয়ে ওঠে প্রশ্ন!
আরও পড়ুন, করোনা ভয়! ভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক পরল বাঁদর
এই কবরস্থানটি আসলে একটি ঐতিহাসিক স্থানও। সেখানে এমন দৃশ্য দেখা যাবে কেউ কল্পনাও করতে পারেনি। একটি সংবাদমাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "এটি স্পষ্টতই অনেকের দৃষ্টি আকর্ষণ করছিল যে লোকেরা হাঁটা বন্ধ করে দিয়েছিল দাঁড়িয়ে গিয়েছিল। এমনকী গাড়িতে থাকা লোকেরাও গাড়ি থামিয়ে সেই দৃশ্য দেখতে দাঁড়িয়ে যায়।"
আরও পড়ুন, ভাড়াটের ঘরে ১টি পাইথন, অজস্র বিষাক্ত ট্যারান্টুলা! চক্ষু চড়কগাছ গৃহকর্তার
ইয়র্কশায়ার লাইভ রিপোর্ট করেছে যে একজন দ্বিতীয় ব্যক্তিকেও সেখানে দেখা যায়। তাঁদের তরফে জানান হয় নৃত্যরত মহিলাটি একটি স্টান্টের অংশ হতে পারে।যদিও এটি কী উদ্দেশ্য ছিল তা স্পষ্ট নয় কারওর কাছে। এই ভিডিও বিশ্বব্যাপী নেটিজেনদের মধ্যেও আগ্রহের জন্ম দিয়েছে। অনেকেই এই ঘটনার নেপথ্য কারণ জানতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে।