Viral Video: ভাড়াটের ঘরে ১টি পাইথন, অজস্র বিষাক্ত ট্যারান্টুলা! চক্ষু চড়কগাছ গৃহকর্তার
ড্রিউ জানান যে একটি বাড়ি থেকে তিনি ১৯টি ট্যারান্টুলা এবং একটি পাইথন উদ্ধার করেন।
![Viral Video: ভাড়াটের ঘরে ১টি পাইথন, অজস্র বিষাক্ত ট্যারান্টুলা! চক্ষু চড়কগাছ গৃহকর্তার Viral video Landlord finds 19 tarantulas and python after tenant vacates house Viral Video: ভাড়াটের ঘরে ১টি পাইথন, অজস্র বিষাক্ত ট্যারান্টুলা! চক্ষু চড়কগাছ গৃহকর্তার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/242d6a67e658896a2838fde4b92e96f9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বহুদিনের ভাড়াটে হলে যা হয়। বিশ্বাস থাকেই যে নিজের বাড়ি মনে করে থাকবেন তিনি। কিন্তু সেই বিশ্বাসের যে এমন খেসারত দিতে হবে, তা স্বপ্নেও ভাবেননি বাড়ির মালিকের। ভাড়াটে যখন ঘর ছেড়ে পগারপাড় তখন সেই ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ কর্তার।
এ ঘর না ভয়ঙ্কর জঙ্গল? সেখানে রয়েছে ট্যারেন্টুলার মতো বিষাক্ত মাকড়সা থেকে পাইথন পর্যন্ত! শেষমেষ নিজে সামলাতে না পারে প্রাণী উদ্ধারকারী এক ব্যক্তিকে ডেকে বিষাক্ত জীবদের হস্তান্তর করেন মালিক। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
Drew Desjardins যিনি বন্যপ্রাণীদের উদ্ধার করে থাকেন, সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যা মুহুর্তে ভাইরাল হয়। সেখানে ড্রিউ জানান যে একটি বাড়ি থেকে তিনি ১৯টি ট্যারান্টুলা এবং একটি পাইথন উদ্ধার করেন। ট্যারান্টুলার ৪টি যদিও মৃত। অন্যদিকে পাইথনটিও দীর্ঘদিন জল খেতে না পেয়ে রয়েছে।
এই গোটা ঘটনাটি তিনি ফেসবুকে পোস্ট করেন। ড্রিউ লিখেছেন, "আমি একটি ফোন পাই। সেখানে বাড়ির মালিকের গলার স্বর ছিল উদ্বেগজনক। অবার্নের সেই এলাকায় অবস্থিত বাড়িটিতে গিয়ে দেখি এই প্রাণীগুলি রয়েছে। ১৯টি ট্যারান্টুলা ছিল যার মধ্যে চারটি মৃত। এঁদের সবকটি অবৈধভাবে আনা। একটি পাইথনও ছিল। যাকে অনেকদিন জল না খাইয়ে রাখা হয়েছিল। প্রাণীগুলিকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। এরা সকলেই ভাল আছে এখন।"
ডেইলি মেইল অনুসারে, ট্যারান্টুলাস এবং অজগর এমন কয়েকটি প্রাণীর মধ্যে রয়েছে যাদেরকে মেইনে পোষা প্রাণী হিসাবে রাখা নিষিদ্ধ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)