viral video: ঘর থেকে বেরিয়েই সাপের মুখোমুখি! মহিলার চিৎকারে কেঁপে উঠল গোটা পাড়া
সেদিকেই যখন যান মেয়ে সেই সময় পিলারের পাশের ঝোপ থেকে বেরিয়ে আসে একটি সাপ। যা দেখে এমন আতঙ্কিত হয়ে পড়েন মহিলা

নয়া দিল্লি: ঘর থেকে বেরিয়ে যে সাক্ষাৎ মৃত্যুদূতের মুখোমুখি হতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে চমকে উঠতে হয়। এমন ঘটনা সচরাচর হয়না কারও দৈনন্দিন জীবনে। কিন্তু যদি পায়ের সামনে সাপ চলে আসে তাহলে আর কী করার থাকতে পারে! জীবনের ভয়ঙ্কর মুহুর্তে যুক্ত হয় তা।
ঘটনাটি ঘটেছে টেক্সাসের বার্লিসনে। আর এই গোটা ঘটনাটি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ViralHog দ্বারা ইউটিউবে পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে Chaunva Smith LeCompte নামের এক মহিলা ঘরের দরজা দিয়ে বেরিয়ে তাঁর মাকে ডাকছিলেন। মা বসেছিলেন বারান্দায়। সেদিকেই যখন যান মেয়ে সেই সময় পিলারের পাশের ঝোপ থেকে বেরিয়ে আসে একটি সাপ। যা দেখে এমন আতঙ্কিত হয়ে পড়েন মহিলা, চিৎকার করে ঘরে ঢুকে যান। কিন্তু সেই চিৎকার এতটাই কান ফাটানো ছিল যে এলাকাবাসীও শুনতে পায়।
সোশাল মিডিয়ায় পোস্ট করতেই হুড়মুড়িয়ে ভিউজ বেড়েছে এই ভিডিওর। কয়েক মিনিটের মধ্যে ৩০ হাজার দর্শক দেখেছে এই ভিডিও। ফেসবুকে ভরে গিয়েছে কমেন্টেস। ViralHog-এর সঙ্গে কথা বলতে গিয়ে Chaunva Smith LeCompte বলেন, "আমি বাইরে যাচ্ছিলাম মায়ের সঙ্গে দেখা করে একটু বসব তাই। সাপটি যে ঝোপে লুকিয়ে ছিল বুঝতে পারিনি। যেভাবে আমার দিকে এসেছে আরেকটু হলেই আমি মারা যেতাম।"






















