WB New Corona Guidelines: স্বাস্থ্য পরিষেবায় অটো-ট্যাক্সিকে ছাড়, বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা
চলবে না বাস, বন্ধই থাকছে গণপরিবহন।
কলকাতা: ৩০ জুন সন্ধে ৬টা পর্যন্ত রাজ্যে বহাল থাকছে করোনা সংক্রান্ত গাইডলাইন। স্পেশাল ট্রেন ছাড়া বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা। চলবে না বাস। শুধু স্বাস্থ্য পরিষেবায় অটো-ট্যাক্সিকে ছাড় দেওয়া হয়েছে। বন্ধই থাকছে গণপরিবহন।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, শুধুমাত্র স্টাফ স্পেশাল চলবে। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো পরিষেবায় ছাড় দেওয়া হল। একইসঙ্গে তিনি জানান, ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হবে সরকারি অফিস। ১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি অফিস। সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা। ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খুলতে পারবে বেসরকারি সংস্থা। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, দোকান। অন্যান্য দোকান খোলা থাকতে পারে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। মুখ্যসচিব জানিয়েছেন, বেসরকারি অফিসে অফিসে কর্মীদের আনতে ব্যবস্থা করতে হবে সংস্থাকেই। কর্মীদের আনার জন্য বেসরকারি সংস্থাকে নিতে হবে ই-পাস।
একইসঙ্গে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। টিকাকরণ হলেই প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি পাওয়া যাবে। সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। বেলা ১২ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকতে পারে রেস্তোরাঁ, বার, হোটেল। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল। সর্বোচ্চ ৩০ শতাংশ গ্রাহককে একসঙ্গে মলে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। শুটিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ইউনিটপিছু ৫০ শতাংশ অভিনেতা-কর্মী নিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। আগের নিয়মেই আপাতত বন্ধ থাকছে স্পা, জিম। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় বহাল বিধিনিষেধ। জরুরি পরিষেবা ছাড়া রাতে বাইরে বেরোনো যাবে না বলে জানানো হয়েছে।