WBJEE Exam 2021:জয়েন্ট এন্ট্রান্স ২০২১-এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে
জয়েন্ট এন্ট্রান্স-এ বসার জন্য ভোটের আগেই করা যাবে অনলাইনে আবেদন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত- একমাস আবেদন করার সুযোগ মিলবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.wbjeeb.nic.in ওয়েবসাইটে। পরীক্ষা হবে ভোটের পর ১১ জুলাই। জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অন্যদিকে, জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হবে আগামী ২৬ তারিখ।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স-এ বসার জন্য ভোটের আগেই করা যাবে অনলাইনে আবেদন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত- একমাস আবেদন করার সুযোগ মিলবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.wbjeeb.nic.in ওয়েবসাইটে। পরীক্ষা হবে ভোটের পর ১১ জুলাই। জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অন্যদিকে, জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হবে আগামী ২৬ তারিখ।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম (ডব্লুবিজেইই) ২০২১-র রেজিস্ট্রেশন শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। সরকারি ওয়েবসাইট অনুসারে, ডব্লুবিজেইই ২০২১ পরীক্ষা হবে হবে ১১ জুলাই। আবেদনকারীরা অফিসিয়াল www.wbjeeb.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন প্রক্রিয়ায় প্রধান নির্দেশাবলী, সঙ্গে ইনফরমেশন বুলেটিন ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রত্যের বছর বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও রাজ্যের স্বপরিচালিত প্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, ফার্মাসি ও আর্কিটেকচারে আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সগুলির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এন্ট্রাস পরীক্ষা গ্রহণ করে।
ডব্লুবিজেইই ২০২১: কীভাবে আবেদন
ডব্লুবিজেইই ২০২১-এর আবেদনের ফরম প্রকাশিত হওযার পর নিম্নলিখিত পদ্ধতি মেনে পরীক্ষার্থীরা অনলাইনে রেজিস্টার করতে পারবেন-
১) অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ যেতে হবে।
২) রেজিস্টার ও নিজের লগইন ডিটেল, জেনারেট করতে হবে
৩) লগইন ক্রেডেনশিয়াল জেনারেট হওয়ার পর আবেদন পত্র পূরণ করতে লগইন করতে হবে।
৪) আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
উল্লেখ্য, কোভিড ১৯ অতিমারীর কারণে ২০২১-র জয়েন্ট বিলম্বিত হয়েছে। গত বছর পরীক্ষা হয়েছিল ২ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হয়েছিল অগাস্টে। মোট ৭৩,১১৯ পরীক্ষার্থীর ৯৯ শতাংশ যোগ্যতা অর্জন করেছিল।
Education Loan Information:
Calculate Education Loan EMI