West Bengal Election 2021: BJP Leader of Malda Pradeep Baske joins TMC
করুণাময় সিংহ, মালদা: মালদার হবিবপুরে উলট পুরাণ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এসটি মোর্চার নেতা তথা প্রাক্তন জেলা সম্পাদক। গতকাল, রবিবার ইংরেজবাজারে যোগদান কর্মসূচিতে ৫০ জন কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দেন প্রদীপ বাস্কে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে তিনি হবিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। সিপিএমের খগেন মুর্মুর কাছে পরাজিত হন। ‘‘দলে গুরুত্ব পাচ্ছিলাম না, পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্যই দলত্যাগের সিদ্ধান্ত৷’’ এমনটাই দাবি বিজেপিত্যাগী নেতার। এর ফলে হবিবপুরে দলীয় সংগঠন আরও শক্তিশালী হল বলে দাবি করেছেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর। অন্যদিকে বিজেপির দাবি, ভুল বুঝে দল ছেড়েছেন ওই নেতা, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবেন ৷
২০১৬-র বিধানসভা নির্বাচনে মালদহের হবিবপুর থেকে তৎকালীন সিপিএম প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন প্রদীপ বাস্কে। সেই নির্বাচনে সিপিএম প্রার্থী খগেন মুর্মু পেয়েছিলেন ৬৪,০৯৫ ভোট, অন্যদিকে তৃতীয় স্থানাধিকারী বিজেপির প্রদীপ বাস্কে পয়েছিলেন ৪১,৬৫৬ ভোট। খগেন মুর্মু বর্তমানে মালদহ উত্তরের বিজেপি সাংসদ। খগেন মুর্মু সাংসদ হওয়ার পরে হবিবপুর কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু জয়ী হন।
দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যুক্ত ছিলেন হবিবপুরের নেতা প্রদীপ বাস্কে। একসময় এসটি মোর্চার জেলার দায়িত্বে ছিলেন। জেলা বিজেপির সম্পাদক পদে ছিলেন তিনি। গতকাল ৫০ জন বিজেপি নেতাকে নিয়ে প্রদীপ বাস্কে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নুর। মালদার ইংলিশ বাজারে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।