West Bengal News Live: পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
WB News Live Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
LIVE

Background
কলকাতা: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। তমলুকে মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু। কাজ থেকে বাড়িতে ফিরেই মৃত্যু। হাতের চ্যানেল ঘিরে রহস্য। বেরনোর সময় কিছুই ছিল না, দাবি মৃত চিকিৎসকের মায়ের।
২। অসুস্থ ছিলেন চিকিৎসক। তাই হাতে চ্যানেল করে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল, দাবি পুলিশের। হাতের চ্যানেলে লুকিয়ে রহস্য?
৩। ২৯ লক্ষ দিয়ে শুরু, বাদ যাবে কোটির নাম। এসআইআর নিয়ে ফের দাবি শুভেন্দুর। উড়ে এসে জুড়ে বসিনি। কারও ক্ষমতা নেই নাম বাদ দেয়। হুঙ্কার অনুব্রতর। হুঙ্কারের পাল্টা হুঙ্কার
৪। BLO-রা কাজ শুরু করলেই সঙ্গে যেতে হবে BLA-দের, নির্দেশ লাভপুরের তৃণমূল বিধায়কের। 'BLO-দের সঙ্গে ঘুরতে হবে BLA-দের'
৫। এসআইআর না হলে ভোট নয়। আর ভোট না হলে রাষ্ট্রপতি শাসন। হুগলির সভায় ফের হুঙ্কার শুভেন্দুর। 'হয় SIR, নয় ৩৫৬'
৬। ভবানীপুরে বহিরাগত বলতে বোঝাতে চেয়েছি, একটি রাজনৈতিক দলকে। মন্তব্য বিতর্কে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। ওঁর মানসিক স্থিতি বিপর্যস্ত, পাল্টা খোঁচা সুকান্তর।
৭। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের জায়গা নেই। ফের কংগ্রেসকে হুঁশিয়ারি অমিত শাহের।
৮। মেয়েদের জন্য সুরক্ষিত নয় বাংলা। দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে দেখা করে চড়া সুর রাজ্যপালের। রিপোর্ট দিলেন দিল্লিতে। ফের ঘটনাস্থলে গেল ফরেন্সিক।
৯। অবশেষে গলল বরফ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই এনকেডিএ-র চেয়ারম্যানের পদ পেলেন শোভন।
১০। কলকাতা থেকে কাটোয়া, বীরভূম থেকে নদিয়া। কালীপুজো আসতেই রাজ্য জুড়ে রাস্তা আটকে ফের সেই চাঁদার নামে জুলুম! না দেওয়ায় বেধড়ক মার!
১১। কলকাতায় ভুয়ো নম্বর প্লেটের চক্রের পর্দাফাঁস! গড়ফা থেকে স্কুটার আটকের সূত্র ধরে পরপর ৮জন গ্রেফতার। মল্লিকবাজারে মিলল প্রচুর ভুয়ো নম্বর প্লেট!
১২। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাক বিমান হানা, ৩ স্থানীয় ক্রিকেটারের মৃত্যু। ভারতের পথে প্রতিবাদ আফগান বোর্ডের। পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম তুললেন রশিদ খানরা।
West Bengal News Live: প্রকাশ্য়ে বিজেপি নেতাদের হুঁশিয়ারি শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতির
এবার প্রকাশ্য়ে বিজেপি নেতাদের হুঁশিয়ারি শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতির। 'ভোটে যদি আমরা জিততে না পারি, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচনের আগে বিজেপিকে কোনও জায়গা ছাড়ব না। আমাদের সাংসদ বলেছেন, যেখানে যে ওষুধ দিতে হবে...।...সেখানে তার প্রয়োগ করব আমরা। কোথাও অ্যালোপ্যাথি দেব, কোথাও হোমিওপ্যাথি দেব। কোথাও আমরা অপারেশন করব। যদি সেক্ষেত্রে অপারেশন করতে হয় আমরা অপারেশন করব। বিজেপি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অ্যাকশন', মন্তব্য হুঁশিয়ারি শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতি তপন গুহর। পশ্চিমবঙ্গে SIR-এর ভয়ে এই ধরণের মন্তব্য তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির।
West Bengal News Live
এবার প্রকাশ্য়ে বিজেপি নেতাদের হুঁশিয়ারি শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতির। 'ভোটে যদি আমরা জিততে না পারি, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচনের আগে বিজেপিকে কোনও জায়গা ছাড়ব না। আমাদের সাংসদ বলেছেন, যেখানে যে ওষুধ দিতে হবে...।...সেখানে তার প্রয়োগ করব আমরা। কোথাও অ্যালোপ্যাথি দেব, কোথাও হোমিওপ্যাথি দেব। কোথাও আমরা অপারেশন করব। যদি সেক্ষেত্রে অপারেশন করতে হয় আমরা অপারেশন করব। বিজেপি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অ্যাকশন', মন্তব্য হুঁশিয়ারি শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতি তপন গুহর। পশ্চিমবঙ্গে SIR-এর ভয়ে এই ধরণের মন্তব্য তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির।






















