West Bengal News Live : ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, খোয়াই থানার ১ কিলোমিটারের মধ্যেই সুবল ভৌমিকের গাড়িতে হামলা
রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের প্রতি মুহূর্তের আপডেটে নজর রাখুন।
LIVE
Background
রাজ্য জুড়ে ভ্যাকসিনের সঙ্কটের মধ্যেই এল আরও টিকা। রাজ্যে এল আরও ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড, ১ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ। কলকাতা পুরসভা, দঃ ২৪ পরগনা, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই ভ্যাকসিন বণ্টন করা হবে।
এবার পাঁচ টাকায় ডিম-ভাতের ব্যবস্থা হল হলদিয়ায়। মা কিচেন চালু ঘিরে বন্দর শহরে শুরু হয়েছে চাপানউতোর। লোকদেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। ইতিবাচক কিছুই দেখে না বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
সন্দেহভাজন JMB জঙ্গি ধরা পড়ার পর হরিদেবপুরে এবার আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের হদিশ। চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে মিলেছে ৮৬টি পাসপোর্ট। ধৃতকে জেরা করেছে কলকাতা পুলিশের এসটিএফ।
রূপনারায়ণের বাঁধ ভেঙে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খানাকুলের ধাননগরী এলাকা। প্রায় ২৫-৩০টা বাড়ি ভেঙে পড়েছে। কোনটা একতলা, কোনটা দোতলা, কোন বাড়ি পুরো উল্টে পড়ে আছে। পাশে বন্দর এলাকাতেও দুর্গা মন্দির, কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বাঁধের ওপর আশ্রয় নিয়েছে বহু পরিবার। দুর্গতদের অনেকেই উঠেছেন ত্রাণ শিবিরে। এখনও এলাকায় বিদ্যুৎ নেই। পানীয় জল ও খাবারের সঙ্কট রয়েছে বলেও অভিযোগ। খানাকুলের বহু গ্রামে রাস্তার ওপর দিয়ে জল বইছে। যান চলাচল বন্ধ হওয়ায় সমস্যা আরও বেড়েছে।
West Bengal News Live : করোনা আবহেও বুকে বাজছে আশার আগমনী বার্তা
এগিয়ে আসছে দুর্গাপুজো। করোনা আবহেও বুকে বাজছে আশার আগমনী বার্তা। কোভিড-সতর্কতা মেনে ৭৫ম বছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিলেন বালিগঞ্জের ২১ পল্লির পুজো উদ্যোক্তারা। স্থানীয় বিধায়কের উপস্থিতিতে আজই হল খুঁটিপুজো।
West Bengal News Live : ত্রিপুরায় দলীয় নেতানেত্রীদের জামিনের পর বিপ্লব দেবকে নিশানা অভিষেকের
ত্রিপুরায় দলীয় নেতানেত্রীদের জামিনের পর বিপ্লব দেবকে নিশানা অভিষেকের। ত্রিপুরায় গ্রেফতার হওয়া তৃণমূল কর্মীরা জামিন পেয়েছেন। আমি তাঁদের কলকাতায় নিয়ে যাচ্ছি।
প্রত্যেকেই গুরুতর আহত, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আপনি চেষ্টা করে যান, কিন্তু আপনার শক্তি ফুরিয়ে যাবে। বিপ্লব দেবকে উদ্দেশ্য করে ট্যুইট অভিষেক। বন্দ্যোপাধ্যায়
West Bengal News Live : প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রধানের ছেলে! নদিয়ার এই ছবি ঘিরে বিতর্ক
প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রধানের ছেলে। নদিয়ার কালীগঞ্জের এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। খেলনা বন্দুক বলে দাবি করেছে পুলিশ। তৃণমূল নেতার ছেলে বলেই ছাড়, কটাক্ষ করেছে বিজেপি। থানায় বন্দুক জমা দিয়ে ক্ষমা চেয়েছে ছেলে, সাফাই তৃণমূল প্রধানের।
West Bengal News Live : রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৬৭৫, মৃত্যু ১২ জনের
রবিবার রাজ্যে ফের কমল করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে সংক্রমিত ৬৭৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। এই সময়পর্বে সেরে উঠেছেন ৭৬৩ জন।
West Bengal News Live : মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের কোন্দল নতুন মাত্রা পেল
মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের কোন্দল নতুন মাত্রা পেল। দলেরই সাত প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানান ৭ প্রধান। সেই প্রেক্ষিতেই এই মামলা।