এক্সপ্লোর
১৫ তারিখের মধ্যেই বার হচ্ছে মাধ্যমিকের ফল
বর্তমান পরিস্থিতিতে কোয়ারান্টাইন সেন্টারের চেহারা নিয়েছে রাজ্যের বহু স্কুল। ফলে গোটা প্রক্রিয়া অনলাইনে করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ছাপিয়ে তৈরি রাখা হয়েছে মার্কশিট।
![১৫ তারিখের মধ্যেই বার হচ্ছে মাধ্যমিকের ফল West Bengal results 2020 WB board class 10th results 2020 check online madhyamik WB results 2020 ১৫ তারিখের মধ্যেই বার হচ্ছে মাধ্যমিকের ফল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/07222316/icse-exam.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এ মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল। এ ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়ার কথা। কিন্তু চলতি এই করোনা-লকডাউনে কীভাবে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে আর তাদের হাতে মার্কশিট দেওয়া হবে, তা নিয়ে ধন্দ রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে কোয়ারান্টাইন সেন্টারের চেহারা নিয়েছে রাজ্যের বহু স্কুল। ফলে গোটা প্রক্রিয়া অনলাইনে করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ছাপিয়ে তৈরি রাখা হয়েছে মার্কশিট। পড়ুয়াদের বদলে অভিভাবকদের ডেকে তাঁদের হাতে মার্কশিট তুলে দেওয়া যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজে এই ফল প্রকাশ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন। স্কুলগুলি লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় কীভাবে সেখানে মার্কশিট পৌঁছনো সম্ভব, প্রশ্ন করেন তিনি।
লকডাউনের আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু লকডাউনের জেরে এতদিন ধরে আটকে রয়েছে ফল প্রকাশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)