এক্সপ্লোর
Advertisement
কী দারুণ করেছেন আপনারা! কোভিড মোকাবিলায় মোদি প্রশংসা করেছেন তাঁর, দাবি ট্রাম্পের
ট্রাম্প নিজের বক্তব্যে জোরের সঙ্গে বলেন যে গত চার বছর তিনি আমেরিকার সামরিক শক্তিকে মারাত্মক জায়গায় নিয়ে যেতে পেরেছেন। সীমান্তকে সুরক্ষিত করেছেন। সবচেয়ে বড় কথা বহুদিনের পর তাঁর সময়েই চিনা চ্যালেঞ্জকে উপেক্ষা করে তাঁর সময়ে বুক চিতিয়ে দাঁড়াতে পেরেছে আমেরিকা।
ওয়াশিংটন: আমেরিকায় কোভিড টেস্টের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কেমন ভূয়সী প্রশংসা করেছেন , তা নেভাদায় ভোটের প্রচারে বেরিয়ে খুব ঘটা করে মানুষকে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তাঁর আগের সরকার সোয়াইন ফ্লু প্রতিরোধে কতখানি ব্যর্থ হয়েছিল, সেই প্রসঙ্গ টেনে এনে কড়া সমালোচনা করলেন ডেমোক্রাট প্রতিদ্বন্দ্বী জো বিডেনের।
ট্রাম্প বলেন, এখনও পর্যন্ত আমরা ভারতের চেয়ে, অনেক বড়, বড় দেশকে একসঙ্গে ধরলেও যা হয়, তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষের কোভিড টেস্ট করেছি। করোনাভাইরাস টেস্টিংয়ে ভারত আমেরিকার পর ২ নম্বরে আছে। ওদের তো দেড়শো কোটি মানুষ। আর প্রধানমন্ত্রী মোদি আমায় ফোন করে বলেছেন, টেস্টিংয়ে কী দারুণ করেছেন আপনারা!
পাশাপাশি ট্রাম্পের বক্তব্য অতিমারিতে আমেরিকার যা অবস্থা তাতে এই সময়ে বিডেনের মতো কেউ প্রেসিডেন্ট থাকলে কত লক্ষ লোক মারা যেত তা হিসেব করা যেত না। তাছাড়া বিডেন ভাইস-প্রেসিডেন্ট থাকার সময়ে দেশের অর্থনৈতিক গতি যে শ্লথ দশায় পড়েছিল তা যে কাউকে বিস্মিত করবে।
ট্রাম্প নিজের বক্তব্যে জোরের সঙ্গে বলেন যে গত চার বছর তিনি আমেরিকার সামরিক শক্তিকে মারাত্মক জায়গায় নিয়ে যেতে পেরেছেন। সীমান্তকে সুরক্ষিত করেছেন। সবচেয়ে বড় কথা বহুদিনের পর তাঁর সময়েই চিনা চ্যালেঞ্জকে উপেক্ষা করে তাঁর সময়ে বুক চিতিয়ে দাঁড়াতে পেরেছে আমেরিকা। বিডেন ও তাঁর দলকে বামশক্তি হিসেবে বর্ণনা করেন ট্রাম্প বলেন, মনে রাখবেন যদি বিডেন জেতেন, তবে তা হবে বামের জয়, অর্থাৎ বৃহত্তর অর্থে চিনের জয়!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement