এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে বিয়ের আসরে ‘নাচ থামানো’য় মুখে গুলি, বিপন্মুক্ত জখম নর্তকী, গ্রেফতার ২
ঘটনার ৪২ সেকেন্ডের একটি ভিডিও বেরিয়েছে যাতে কয়েকজন লোককে চিত্কার করে প্রথমে বলতে শোনা যাচ্ছে, ‘গোলি চল জায়েগি’, পরে শোনা যায়, ‘গোলি চালা হি দো’।
চিত্রকূট: উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার মউ এলাকার গ্রাম তিকরায় বিয়ের আসরে নর্তকীর মুখে গুলি করার ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে। হিনা নামে ২২ বছর বয়সি মেয়েটির চোয়াল বুলেটের আঘাতে জখম হয়, গুলির ছররার ঘায়ে আহত হন আরও ২ জন। পুলিশ সুপার অঙ্কিত মিত্তল গত ১ ডিসেম্বর গ্রামপ্রধান সুহির সিংহ পটেলের মেয়ের বিয়ে উপলক্ষ্যে ওই আনন্দানুষ্ঠানে গুলিচালনায় তিনজনের আঘাত পাওয়ার কথা জানিয়েছেন। এএসপি বলবন্ত সিংহ বলেন, তিনজন জখম হন। বিয়ের আসরে নাচ নিয়ে বিবাদের জেরে গুলি চলে।
ঘটনার ৪২ সেকেন্ডের একটি ভিডিও বেরিয়েছে যাতে কয়েকজন লোককে চিত্কার করে প্রথমে বলতে শোনা যাচ্ছে, ‘গোলি চল জায়েগি’, পরে শোনা যায়, ‘গোলি চালা হি দো’। হিনা তখন মঞ্চে নাচছিলেন। তাঁর মুখে গুলি লাগে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বিপন্মুক্ত বলে জানান মিত্তল। তিনি আরও জানান, যারা গুলি চালিয়েছিল, তাদের শনাক্ত করা হয়েছে সুধীর সিংহ ও ফুল সিংহ বলে। শুক্রবার দুজনকেই গ্রেফতার করা হয়। মঞ্চে নাচতে নাচতে থেমে যাওয়ার জন্য হিনাকে গুলি করা হয় বলে একটি সূত্রের দাবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement