এক্সপ্লোর
Advertisement
আমেরিকার টেক্সাসে গির্জায় হানা বন্দুকবাজের, মৃত অন্তত ২৬
টেক্সাস: সেপ্টেম্বরে লাস ভেগাসের কনসার্টে বন্দুকবাজ স্টিফেন প্যাডকের হামলায় মারা গিয়েছিলেন ৫৮ জন। তারপর ২ মাসও কাটল না। আমেরিকারই দক্ষিণ টেক্সাসে নির্বিচার গুলির শিকার হলেন অন্তত ২৬ জন। এবার গুলি চলেছে স্থানীয় গির্জায়।
রবিবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ নাগাদ ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার সময় পুরোপুরি কালো পোশাক ও ব্যালিস্টিক ভেস্ট পরা এক ব্যক্তি অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয় অন্তত ২৬ জনকে। আহতের সংখ্যা ২০। মৃতদের বয়স ৫ থেকে ৭২-এর মধ্যে। গুলিতে গির্জার মধ্যেই ২৩ জনের মৃত্যু হয়, ২ জনের দেহে মেলে বাইরে ও হাসপাতালে মারা যান একজন।
টেক্সাসের গভর্নর জানিয়েছেন, তাঁদের ইতিহাসে এত বড় গণহত্যা আগে ঘটেনি।
বন্দুকবাজ যখন গুলি চালাচ্ছিল, তখন স্থানীয় এক বাসিন্দা পরিস্থিতি দেখে নিজের বন্দুক থেকে তার দিকে গুলি ছোঁড়েন। তারপরেই সে চম্পট দেয়। অল্প সময় পর নিজের গাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। গাড়িতে আরও বহু অস্ত্র ছিল।
তবে অপরাধীর পরিচয় এখনও স্পষ্ট করেনি প্রশাসন। শোনা যাচ্ছে তার নাম ডেভিড কেলি। সান আন্তোনিওর শহরতলিতে থাকে সে, কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে এখনও খবর নেই।
পুলিশ বলেছে, অভিযুক্ত আত্মহত্যা করেছে না স্থানীয় বাসিন্দার গুলিতে মারা গিয়েছে তা পরিষ্কার নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement