এক্সপ্লোর
Advertisement
সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৭৬, তিন দিনের রাষ্ট্রীয় শোক
মোগাদিসু: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬। জখম অন্তত ৩০০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমালিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। সরকার এই হামলার জন্য আল-শাবাব গোষ্ঠীকেই দায়ী করেছে। যদিও আল-শাবাব এখনও পর্যন্ত দায়স্বীকার করেনি।
জনবহুল রাস্তায় একটি হোটেলের সামনে ট্রাকে রাখা ছিল বিস্ফোরক। প্রচণ্ড বিস্ফোরণে হোটেলটির লোহার গেট ও দেওয়াল ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের হোটেল ও সরকারি অফিস। ধ্বংসস্তুপের নীচে আরও কেউ চাপা পড়ে আছেন কি না, সেটা খুঁজে দেখা হচ্ছে। বিস্ফোরণের পরেই সোমালিয়া সরকারকে সাহায্যের কথা ঘোষণা করেছে তুরস্ক এবং কেনিয়া সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রও এই বিস্ফোরণের নিন্দা করেছে। সোমালিয়া সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। স্থানীয় লোকজন বিস্ফোরণস্থলে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁরা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।
সোমালিয়ার প্রেসিডেন্ট মহম্মদ আবদুল্লাহি মহম্মদ সাধারণ মানুষকে বিস্ফোরণে জখম ব্যক্তিদের সাহায্য করার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী হাসান আলি খাইরে বলেছেন, জঙ্গিরা সাধারণ মানুষের কথা ভাবে না। মোগাদিসুর সবচেয়ে জনবহুল অঞ্চলে হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে নিহতরা প্রত্যেকেই নিরীহ মানুষ।
হাসপাতালগুলিতে জখম ব্যক্তিদের চিকিৎসকরা করতে গিয়ে সমস্যায় পড়েছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, অতীতে কোনওদিন একসঙ্গে এতজন গুরুতর জখম ব্যক্তির চিকিৎসা করতে হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement