এক্সপ্লোর
Advertisement
গ্রেফতার আরও তিন, ম্যাঞ্চেস্টারের হামলাকারী সিরিয়ায় গিয়েছিল, বলছেন গোয়েন্দারা
প্যারিস: ম্যাঞ্চেস্টারে কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় আরও তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হল। গতকাল একজনকে গ্রেফতার করা হয়েছিল। আজ আরও তিন জন গ্রেফতার হওয়ায় মোট চার জন গ্রেফতার হল। এরই মধ্যে ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরার্ড কলম্ব বলেছেন, আত্মঘাতী জঙ্গি সলমন আবেদি (২২) সম্ভবত লিবিয়া এবং সিরিয়ায় গিয়েছিল। তার সঙ্গে ইসলামিক স্টেটের যোগের প্রমাণ পাওয়া গিয়েছে। ব্রিটিশ গোয়েন্দারা এমনই জানিয়েছেন।
ম্যাঞ্চেস্টারে এই আত্মঘাতী বিস্ফোরণে ২২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫৯ থেকে বেড়ে হয়েছে ১১৯। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ ম্যাঞ্চেস্টার থেকে আজ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব অ্যাম্বার রাড বলেছেন, বাবা-মায়ের দেশ লিবিয়ায় আল-কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত ছিল হামলাকারী সলমন। এই হামলার পর আরও নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। প্রধানমন্ত্রী থেরেসা মে-র নির্দেশে ব্রিটেনের বিভিন্ন রাস্তায় ৩,৮০০ নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হচ্ছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বাবা-মা লিবিয়ার আদি বাসিন্দা হলেও, সলমনের জন্ম ম্যাঞ্চেস্টারেই। সে স্থানীয় স্কুলে পড়ত। এরপর স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়। কিন্তু সেই কোর্স শেষ করেনি সে। ২০১১ সালে গণ-অভ্যুত্থানের জেরে মুয়াম্মার গদ্দাফির মৃত্যুর পর সলমনের বাবা-মা লিবিয়ায় ফিরে যান। এরপর সে বেশ কয়েকবার লিবিয়ায় গিয়েছিল। সেখান থেকে সিরিয়াতেও যায়। ডিবসবারি মসজিদে সলমনের দাদা ইসমাইল কোরান শিক্ষক। সেই মসজিদের ইমাম মহম্মদ সইদ আল-সইতি বলেছেন, সলমনের মন ঘৃণায় পরিপূর্ণ ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement