এক্সপ্লোর
Advertisement
মাকে প্রসবে সাহায্য করল ৮ বছরের এই মেয়ে
গিলবার্ট: সন্তান সবসময় মায়ের পাশে থাকবে, বিভিন্ন কাজে সাহায্য করবে এটা স্বাভাবিক। কিন্তু বোনের জন্মের ক্ষেত্রেও মাকে সাহায্য করছে সন্তান, এটা অভূতপূর্ব ঘটনা। সেই সন্তানের বয়স মাত্র আট হলে তো সেটা আরও অস্বাভাবিক মনে হয়। কিন্তু সেটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গিলবার্ট। তিনবার সন্তান নষ্ট হওয়ার পর আট বছর বয়সি মেয়ে ব্রুকের সাহায্যে কেলসি ডেভিস (২৯) নামে এই মহিলা আরও একটি মেয়ের জন্ম দিয়েছেন।
কেলসি তিন সন্তানের জননী। পাঁচ বছর আগে তিনি ও তাঁর স্বামী স্টেফান প্রথমবার ব্রুককে জানান, আরও একটি সন্তান আসতে চলেছে। কিন্তু এই সন্তান নষ্ট হয়ে যায়। পরবর্তী চার বছরে আরও দু’টি সন্তান নষ্ট হয়ে যায়। তাই এরপর যখন কেলসি ফের অন্ত:সত্ত্বা হয়ে পড়েন, তিনি ও স্টেফান সে কথা জানাননি ব্রুককে। কারণ, ফের সন্তান নষ্ট হলে সে কষ্ট পাবে। কিন্তু ব্রুক সে কথা জানতে পেরে যায়। বোন এলির জন্মের আগে ৩৬ ঘণ্টা সে মায়ের সঙ্গে ছিল। কেলসি যখন প্রসবযন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন তাঁর পা ও মাথা টিপে দিয়ে যন্ত্রণা লাঘবের চেষ্টা করে যাচ্ছিল ব্রুক। সে ও তার বাবা কেলসির গর্ভ থেকে এলির মাথা ধরে টেনে বারও করে। এমনকী, চিকিৎসকদের বদলে ব্রুকই তার বোনের নাড়ি কাটে। এরপর সে আবেগপ্রবণ হয়ে পড়ে।
ব্রুকের এই অভূতপূর্ব উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কেলসি। ব্রুক জানিয়েছে, মা-বাবা ও বোনের সঙ্গে তার যে দৃঢ় বন্ধন গড়ে উঠেছে, সেটা অবিশ্বাস্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement