এক্সপ্লোর
Advertisement
ফ্লোরিডা দেওয়াল ভেঙে রান্নাঘরে ঢুকে পড়ল অ্যালিগেটর, ভিডিও ভাইরাল
মাঝরাতে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ আমেরিকার ফ্লোরিডার একটি বাড়ির মালকিনের। রান্না ঘরে ঘোরাফেরা করছে একটা অতিকায় অ্যালিগেটর। ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বাড়ি ৭৭ বছরের এক বৃদ্ধার।
ফ্লোরিডা: মাঝরাতে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ আমেরিকার ফ্লোরিডার একটি বাড়ির মালকিনের। রান্না ঘরে ঘোরাফেরা করছে একটা অতিকায় অ্যালিগেটর। ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বাড়ি ৭৭ বছরের এক বৃদ্ধার। গত শুক্রবার গভীর রাতে কোনও কিছু ভাঙার একটা জোরাল একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায় মেরি উইসছুসেন নামে ওই বৃদ্ধার। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজ শুরু করেন তিনি। আর এভাবে ঘুরতে ঘুরতে রান্নাঘরে উঁকি মারতেই শিরদাঁড়া হতচকিত হয়ে পড়েন তিনি। প্রায় ১১ ফুট লম্বা একটা অ্যালিগেটর দেখতে পান বৃদ্ধা। সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন তিনি।
ওই অ্যালিগেটরটির ভিডিও ক্লিয়ারওয়াটার পুলিশ তাদের অফিসিয়াল হ্যান্ডেলে শেয়ার করেছে। ভিডিওতে লাল রঙের তরল দেখা গিয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, ওই তরল রক্ত নয়। পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুষ এই অ্যালিগেটরটি ১০-১১ ফুট লম্বা। যখন ধরা হয়, তখন অ্যালিগেটরটি বেশ কিছু ওয়াইনের বোতল ভেঙে ফেলছিল। তাই ভিডিওতে যে লাল তরল দেখা যাচ্ছে, তা ওয়াইন, রক্ত নয়।
ক্লিয়ারওয়াটার পুলিশ বিভাগের পক্ষ থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশ ট্র্যাপারদের ডাকে এবং অ্যালিগেটরটিতে নিরাপদে বাড়িটি থেকে উদ্ধার করা হয়।We know you've been chomping at the bit for more visuals from today's alligator trespassing in Clearwater???? The male alligator was 10 to 11 feet in length. During the apprehension, the alligator knocked over several bottles of wine. The red liquid in the video is wine, not blood. pic.twitter.com/x6ktib6ajl
— Clearwater Police Department (@myclearwaterPD) May 31, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement