এক্সপ্লোর
‘হোয়াইট হাউসই তো হটস্পট’, ইভাঙ্কার সহকারী করোনা আক্রান্ত হতেই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ট্রাম্পকে
ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে দাবি করেছিলেন যে, করোনা আসলে তাঁর বিরুদ্ধে ডেমোক্র্যাটদের রাজনৈতিক হাতিয়ার।
![‘হোয়াইট হাউসই তো হটস্পট’, ইভাঙ্কার সহকারী করোনা আক্রান্ত হতেই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ট্রাম্পকে America Corona Virus Update: Twitter Mocks Donald Trump after Ivanka's Assistant Tests Positive for Covid-19 ‘হোয়াইট হাউসই তো হটস্পট’, ইভাঙ্কার সহকারী করোনা আক্রান্ত হতেই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ট্রাম্পকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/08110443/Donald-Trump.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়াশিংটন: আমেরিকায় করোনা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। অথচ তিনি ধীরে ধীরে লকডাউন তোলার হয়ে সওয়াল করছেন। বিশেষজ্ঞরা নারাজ হলেও বিধিনিষেধ তুলে দেওয়ার পক্ষপাতী তিনি। এমনকী, তিনি এ-ও দাবি করেছিলেন যে, আমেরিকার কারও আর করোনা পরীক্ষার দরকারই নেই।
কন্যা ইভাঙ্কার সহকারীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই এবার সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়তে হল সেই ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউসে এ নিয়ে তৃতীয় কোভিড-১৯ পজিটিভ খবর প্রকাশ্যে এল। ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে দাবি করেছিলেন যে, করোনা আসলে তাঁর বিরুদ্ধে ডেমোক্র্যাটদের রাজনৈতিক হাতিয়ার। তিনি বলেছিলেন, করোনা মোটেও এমন কিছু নয় এবং তাঁকে কোণঠাসা করতেই রটনা চলছে। পরে যদিও নিজের মন্তব্যের জন্য সমালোচিত হন মার্কিন প্রেসিডেন্ট।
তারপর থেকে কখনও চিনকে হুমকি, তো কখনও করোনা প্রতিকারের আজব সব উপায় বাতলে চলেছেন ট্রাম্প। আর আমেরিকার করোনা পরিস্থিতির ক্রমশই অবনতি হয়ে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, ‘প্রেসিডেন্ট যখন বলেছিলেন আমেরিকায় কারও পরীক্ষার প্রয়োজন নেই, তখনই হোয়াইট হাউসে তিনজনের রিপোর্ট পজিটিভ। আর এটা সম্ভব হয়েছে নিয়মিত পরীক্ষার জন্যই।’ ডেমোক্র্যাট নেতা জন কুপার ট্যুইট করেছেন, ‘আমি খুশি যে আমি ট্রাম্পের হোয়াইট হাউসে কাজ করি না।’ কেউ লিখেছেন, ‘ভয় পেও না ইভাঙ্কা। এতা বিরোধীদের অপপ্রচার। যাও সহকারীকে আলিঙ্গন করো আর বুঝিয়ে দাও ওর প্রতি তুমি কতটা যত্নশীল।’ কেউ আবার লিখেছেন, ‘হোয়াইট হাউসই তো এখন হটস্পট।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)