এক্সপ্লোর
Advertisement
একগুচ্ছ নতুন ফিচার্স, আইফোন ৭, আই ওয়াচ ২-এর আত্মপ্রকাশ
স্যান ফ্র্যান্সিসকো: প্রত্যাশামতোই একঝাঁক নতুন ফিচার্স সহ প্রকাশিত হল আইফোন ৭ এবং আই ওয়াচ ২। অ্যাপল-এর সিইও টিম কুক আইফোন এর নতুন সংস্করণের উদ্বোধন করলেন। এখনও পর্যন্ত যত আইফোন এবং আই ওয়াচ লঞ্চ হয়েছে, তার মধ্যে সদ্য উদ্বোধন হওয়া সংস্করণই সবচেয়ে উন্নত বলে দাবি অ্যাপল-এর। আইফোন ৭-এর ক্যামেরা গুগল সেটআপ-এর। এই ক্যামেরা ৬০ শতাংশ দ্রুত ছবি তুলতে সক্ষম। ৩০ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ বাঁচাবে এই উন্নত ক্যামেরা। থাকছে ৪কে ভিডিও চালানোর ক্ষমতা।
সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস ধুলো ও জলনিরোধক। লঞ্চ হওয়া আইফোন ৭-এর রঙ কালো। এটির বাইরের অংশ অ্যালুমিনিয়ামের তৈরি। আইওএস ১০-ই সবচেয়ে উন্নত বলে জানিয়েছে অ্যাপল। এতদিনের প্রচলিত ইয়ারফোনকে বিদায় দিয়ে চালু করা হল নতুন প্রযুক্তির তারবিহীন ইয়ারপড। একবার চার্জ দিলে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে এই ইয়ারপড। আইফোন ৭-এর প্রসেসর সবচেয়ে উন্নত।
আইফোন ৭-এর মতোই আই ওয়াচ ২ নিয়েও আগ্রহ ছিল সবার। এটিতেও একাধিক নতুন সুবিধা পাওয়া যাবে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকির সঙ্গে অ্যাপল-এর চুক্তির ফলে এই ঘড়ি কিনলেই রানিং ক্লাবের সদস্য হওয়া যাবে। এই ঘড়িতে থাকবে ম্যাপ। এর সাহায্যে বর্তমান ও অতীত অবস্থান জানা যাবে। আই ওয়াচ ২-এ ‘পোকেকন গো’ খেলা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement