এক্সপ্লোর
Advertisement
রিয়াল এস্টেট ব্যবসায়ী গোমেজের সঙ্গে প্রেম করছেন পপস্টার গ্রান্দে, বিবারের ভিডিওতে প্রকাশ্যে যুগল
বেশ কয়েকমাস ধরেই গোমেজের সঙ্গে গ্রান্দের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল।
নিউ ইয়র্ক: নিজের নতুন সম্পর্কের কথা কার্যত স্বীকার করে নিলেন পপস্টার আরিয়ানা গ্রান্দে। একটি মিউজিক ভিডিওতে তাঁর নতুন প্রেমিক ডালটন গোমেজের সঙ্গে নাচ করলেন তিনি।
বেশ কয়েকমাস ধরেই গোমেজের সঙ্গে গ্রান্দের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। তবে তাঁরা নিজেরা মৌনই ছিলেন। প্রায় গোটা বিশ্বজুড়ে করোনা লকডাউন চলাকালীন একটি মিউজিক ভিডিও বানিয়েছেন পপস্টার জাস্টিন বিবার। ‘স্টাক উইথ ইউ’ নামের সেই মিউজিক ভিডিওতে নিজের নতুন প্রেমিকের সঙ্গে নাচতে দেখা গেল গ্রান্দকে।
‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা পিট ডেভিডসনের সঙ্গে বিচ্ছেদের পর গোমেজের সঙ্গেই নতুন করে প্রেম করছেন গ্রান্দে। এর আগে মার্চ মাসে একটি পানশালায় গোমেজকে চুম্বন করতে দেখা গিয়েছিল গ্রান্দে-কে। তবে ডেভিডসনের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক রাখতেন না যে গ্রান্দে, তিনিই চাননি গোমেজকে নিয়ে সরাসরি কিছু বলতে। সেই সময় গ্রান্দের এক বন্ধু বলেছিলেন, ‘ওরা কয়েকমাস ধরে প্রেম করছে। ডাল্টনের সঙ্গে খুব সুখে আছে আরিয়ানা। তবে ও চায় না এই সম্পর্ক খুব বেশি প্রচারের আলোয় আসুক। সে জন্যই নীরব।’
গোমেজ পেশায় রিয়াল এস্টেট ব্যবসায়ী। লস এঞ্জেলসের নামী সংস্থা অ্যারন কিরমান গ্রুপে কর্মরত। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, করোনা লকডাউন শুরুর সময় থেকে লস এঞ্জেলসে গ্রান্দের বাড়িতেই থাকছেন গোমেজ। ‘স্টাক উইথ ইউ’ ভিডিওর আগে একে অপরের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছিল দুজনকে।
মিউজিক ভিডিওতে বিবারকেও তাঁর স্ত্রীর সঙ্গে নাচতে দেখা গিয়েছে। আর একেবারে শেষের দিকে গ্রান্দেকে দেখা গিয়েছে গোমেজের সঙ্গে। মাত্র ১০ সেকেন্ডের জন্য। তবে যাঁরা ভিডিওটি দেখেছেন, প্রত্যেকেই বলছেন, দুজনের রসায়ন দেখার মতো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement