এক্সপ্লোর
আফগানিস্তানে মেয়েদের স্কুল জ্বালিয়ে দিল জঙ্গিরা

মাজার-ই-শরিফ: উত্তর আফগানিস্তানের একটি স্কুল জ্বালিয়ে দিল সশস্ত্র কিছু জঙ্গি। ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। স্থানীয় এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাত ১০ টা নাগাদ উত্তর জওজান প্রদেশের ওই স্কুলে ঢুকে নিরাপত্তারক্ষীদের মারধর করে কিছু সশস্ত্র জঙ্গি। আগুন ধরিয়ে দেওয়া হয় চেয়ার, বই-পত্র, ক্লাসঘরে। শুধু তাই নয়, কোনও মেয়ে যেন আর স্কুলে না আসে, সেই হুমকিও দেয় জঙ্গিরা। উল্লেখ্য, ওই স্কুলে প্রায় ৫০০ জন ছাত্রী রয়েছে। পুলিশ জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে জঙ্গিগোষ্ঠী তালিবান। এর আগেও এমন জঘন্য কাজের দৃষ্টান্ত রেখেছে তারা। নারীশিক্ষার বিরোধী এই জঙ্গি গোষ্ঠী আগেও বহু স্কুলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















