Avian H5N8 Flu in Humans: করোনার পর হাজির নতুন বিপদ!
করোনার প্রকোপ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। সবে শুরু হয়েছে টিকাকরণের কাজ। তারই মধ্যে দরজায় কড়া নাড়ছে নতুন আতঙ্ক। এভিয়ান H5N8 ফ্লু।
নয়াদিল্লি: করোনার প্রকোপ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। সবে শুরু হয়েছে টিকাকরণের কাজ। তারই মধ্যে দরজায় কড়া নাড়ছে নতুন আতঙ্ক। এভিয়ান H5N8 ফ্লু।
এবং উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিল একটি খবর। শনিবার প্রকাশ্যে এল, রাশিয়ায় এই এভিয়ান এইচ ফাইভ এন এইট ফ্লু সংক্রমণ মানব শরীরে ছড়িয়েছে। মূলত মুরগীর এই ফ্লু হচ্ছে। তবে আশঙ্কার খবর হল, দক্ষিণ রাশিয়ার একটি পোলট্রি ফার্মের সাতজন কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, এই প্রথম মুরগী থেকে মানব শরীরে এভিয়ান H5N8 ফ্লু সংক্রমণ ছড়ানোর খবর পাওয়া গেল। তবে এক মানব শরীর থেকে অন্য মানুষের শরীরে এভিয়ান H5N8 ফ্লু সংক্রমণ ছড়ানোর খবর এখনও পর্যন্ত নেই।
রাশিয়ার জনস্বাস্থ্য ব্যবস্থার প্রধান পর্যবেক্ষক আন্না পোপোভা বলেছেন, 'আজ ভেক্টর সাইন্টিফিক সেন্টারের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেছেন। এভিয়ান H5N8 ফ্লু সংক্রমণ মানব শরীরে ছড়ানোর প্রথম নিদর্শন পাওয়া গিয়েছে। গবেষণাগারে এর নিশ্চয়তা পাওয়া গিয়েছে।'
দক্ষিণ রাশিয়ার পোলট্রি ফার্মের সাতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। রাশিয়ার এই অংশেই মুরগীদের মধ্যে H5N8 সংক্রমণ খুব বেশি পরিমাণে দেখা গিয়েছে। পোপোভা যদিও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের শরীরে সামান্য সমস্যাই ধরা পড়েছে। তবে উদ্বেগ বাড়িয়ে তিনি বলেছেন, 'পাখিদের থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। এখনও পর্যন্ত এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়ানোর কোনও নিদর্শন পাওয়া যায়নি। একমাত্র ভবিষ্যতই বলতে পারবে এই বিপত্তি আর নতুন কী কী রূপ ধারণ করবে।' তবে পোপোভা জানিয়েছেন, এই আবিষ্কার গবেষকদের সাহায্য করবে। এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও আরও গবেষণা করা যাবে। আর যাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তাঁদের নমুনা ও সমস্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-কে পাঠানো হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।