এক্সপ্লোর
Advertisement
নিঃশর্তে সকলের জন্য মাস মাইনে! ভোটে প্রস্তাব খারিজ সুইৎজারল্যান্ডে
লুস্যান: দেশের প্রত্যেকের জন্য নিঃশর্তে ন্যূনতম আয়ের সংস্থানের নিশ্চয়তা দেওয়া হোক। সোজা কথায় প্রত্যেকের জন্যই মাস মাইনের বন্দোবস্ত করা হোক। এমন একটি প্রস্তাব ভোটাভুটিতে খারিজ করে দিলেন সুইত্জারল্যান্ডের নাগরিকরা। দেশের সরকারি সম্প্রচার সংস্থা এসআরএফআই রবিবারের ভোটের যে ফলাফল প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, বেশিরভাগ ভোটারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
বিশ্বের অন্যতম ধনী দেশ সুইত্জারল্যান্ড। জনসংখ্যা ৮০ লক্ষ। প্রস্তাবে বলা হয়, নাগরিকদের মৌলিক চাহিদাগুলি পূরণের জন্য মাসে আড়াই হাজার সুইস ফ্রাঙ্ক (২,৫৬০ ডলার) দেওয়ার বন্দোবস্ত করা হোক। প্রস্তাবকারীদের যুক্তি ছিল, ন্যূনতম আয় থাকলে লোকজন অনর্থক দুর্দশা থেকে মুক্তি পাবে এবং জীবনের সৃষ্টিশীল লক্ষ্য পূরণ বা উত্পাদনশীল কাজ করতে পারবে। চাকরিজীবীরা অবশ্য এই প্রস্তাবেরও আওতায় রাখা হয়নি। এই প্রস্তাবের বিরোধীদের যুক্তি ছিল, এভাবে লোকজনকে মাসে মাসে অর্থ দিতে গেলে সরকারি কোষাগারে চাপ পড়বে, অলসতাকে প্রশ্রয় দেবে। বিরোধীদের এই যুক্তিই ভোটাররা মেনে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
১৯ টি কাউন্টের আংশিক গণনার ভিত্তিতে জানা গেছে, ৭৮ শতাংশই প্রস্তাবের বিরোধিতা করেছেন। পক্ষে মাত্র ২২ শতাংশের ভোট পড়েছে।
একটি বামপন্থীগোষ্ঠীর এই প্রস্তাবের বিরোধিতা করার জন্য সুইস সরকারও আর্জি জানিয়েছিল। এ বিষয়ে ভোটগ্রহণের আয়োজনের জন্য প্রয়োজনীয় ১ লক্ষ লোকের স্বাক্ষর সংগ্রহ করেছিল বাম গোষ্ঠীটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement