এক্সপ্লোর
মাসমাইনে চাওয়ায় পাকিস্তানে ঝাড়াই মেশিনে কিশোরের হাত কেটে দিল মালকিন!

ফাইল চিত্র
লাহোর: গরুদের খাওয়ানো শেষ না করে মাসমাইনে চেয়েছে। এই অপরাধে উচিত শিক্ষা দিতে তাঁর ছেলের ডান হাতটি পশুখাদ্য ঝাড়াইয়ের মেশিনে ঢুকিয়ে কেটে দিয়েছে মালকিন! অভিযোগ ইরফান নামে ১৩ বছরের ছেলেটির মা জন্নত বিবির। পঞ্জাবের লাহোর থেকে প্রায় ৫০ কিমি দূরে শেখুপুরা গ্রামের ঘটনা। ইরফান সফদরাবাদে শাফাকত বিবির বাড়িতে কাজ করে, মাসিক ৩ হাজার টাকা মাইনে। ছেলেকে স্থানীয় হাসপাতালে বদলি করা হয়েছে, তার অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন জন্নত। সফদরাবাদ থানা মামলা দায়ের করতে চায়নি, তাই তিনি জেলা ও দায়রা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে পুলিশ গতকাল শাফাকত বিবি, তার ভাই জাফর তারার ও আরও দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে। গ্রেফতার হন জাফর। ঘটনা সম্পর্কে পুলিশের কাছে রিপোর্ট চেয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। ছেলেটির হাত কেটে নেওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতার ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















