এক্সপ্লোর
কান্দিল বালোচ হত্যা: ভাই, আত্মীয়, ট্যাক্সি ড্রাইভারকে অভিযুক্ত করল কোর্ট

লাহৌর: পাকিস্তানি সোশ্যাল মিডিয়া তারকা কান্দিল বালোচকে খুনের ঘটনায় ভাই, এক আত্মীয় এবং ট্যাক্সি-চালককে আনুষ্ঠানিকভাবে ‘অভিযুক্ত’ ঘোষণা করল কোর্ট। জেলা আদালত কান্দিলের ভাই ওয়াসিম, তুতো ভাই হক নওয়াজ এবং ট্যাক্সি ড্রাইভার আব্দুল বাসিতকে অভিযুক্ত ঘোষণা করে। চতুর্থ অভিযুক্ত জাফর হুসেন খোসা-কে পলাতক বলে ঘোষণা করেছে কোর্ট। এবছর জুলাই-এ মুলতানে কান্দিলের বাড়িতেই ঘটে এই 'অনার কিলিং'-এর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ‘আপত্তিকর’ ছবি, ভিডিও পোস্ট করতেন কান্দিল। সেই অভিযোগে তাঁকে খুন করে ভাই ওয়াসিম। সে বলে, এধরনের ছবি বা ভিডিও একেবারেই বরদাস্ত করা যায় না। এ জন্য আমি ওকে খুন করার সিদ্ধান্ত নিই। যদিও অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, আগে অভিযোগ কবুল করেছিল ওয়াসিম। কিন্তু অভিযুক্তের আইনজীবী তা অস্বীকার করে। কান্দিলের বাবা পূর্বেই জানিয়েছিলেন, ছেলে ওয়াসিমই খুন করেছে কান্দিলকে। আগামী ৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















