Charles the New King: ব্যক্তিগত জীবনের ওঠাপড়ায় সিংহাসন থেকে দূরত্ব বাড়ছিল, মায়ের মৃত্যুতে ৭৩-এ ব্রিটেনের রাজা হচ্ছেন চার্লস
Queen Elizabeth Dies: বিগত কয়েক বছরে ভাবমূর্তি কিছুটা উজ্জ্বল হলেও, জনপ্রিয়তায় ছেলে উইলিয়ামের থেকে এখনও পিছিয়েই তিনি।
লন্ডন: ব্যক্তিগত জীবনে ওঠাপড়ার দরুণ সিংহাসন থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছিলেন তিনি। বিগত কয়েক বছরে ভাবমূর্তি কিছুটা উজ্জ্বল হলেও, জনপ্রিয়তায়, ছেলে উইলিয়ামের থেকে এখনও পিছিয়েই তিনি। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে (Queen Elizabeth Dies) ব্রিটেনের (British Throne) নতুন রাজা হচ্ছেন তাঁর ছেলে চার্লস (Charles the New King)। এমনিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেই সিংহাসনে অধিষ্ঠিত হওয়া নিয়ম, কিন্তু মায়ের মৃত্যুতে সত্ত্বর রাজা হিসেবে উঠে এলেন চার্লস।
প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
এতদিন প্রিন্স চার্লস হিসেবেই গোটা বিশ্বের কাছে পরিচিত ছিলেন তিনি। সিংহাসনের উত্তরাধিকার পরিচয়েই কাটিয়ে দিয়েছেন জীবনের ৭৩টি বছর। মায়ের মৃত্যুতে ব্রিটেনের রাজা হলেন তিনি। এখন থেকে রাজা তৃতীয় চার্লস হিসেবে অভিহিত করা হবে তাঁকে। একই সঙ্গে পরিচয় পাল্টাতে চলেছে, সিংহাসনের পরবর্তী দাবিদার প্রিন্স উইলিয়ামের। এতদিন তাঁর নামের পাশে লেখা হত ‘ডিউক অফ কেমব্রিজ’। তাঁর স্ত্রী ক্যাথরিন ওরফে কেট মিডলটনের নামের পাশে লেখা হত ‘ডাচেস অফ কেমব্রিজ’। এ বার তাঁরা চার্লস এবং তাঁর স্ত্রী ক্যামিলার ‘ডিউক অফ কর্নওয়াল’ এবং ‘ডাচেস অফ কর্নওয়াল’ উপাধিতে ভূষিত হবেন। একই সঙ্গে চার্লসের স্ত্রী, ক্যামিলাকে অভিহিত কার হবে ‘কুইন কনসর্ট’ হিসেবে। রাজার স্ত্রীকে এ ভাবেই সম্বোধিত করা হয়।
রানির মৃত্যুর পর এখনও ২৪ ঘণ্টা পেরোয়নি। তার আগেই যদিও চার্লসকে রাজা ঘোষিত করা হবে। সেন্ট জেমস প্যালেসে, আনুষ্ঠানিক ভাবে সিংহাসনে অভিষেক ঘটবে তাঁর। উপস্থিত থাকবেন পার্লামেন্টের সদস্য এবং কমনওয়েল্থ দেশগুলির হাইকমিশনাররা। এমনিতে ৭০০-র বেশি মানুষ অনুষ্ঠানে যোগ নেন, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে হাতেগোনা লোকজনকে সঙ্গে নিয়েই রাজা হিসেবে অভিষেক ঘটবে চার্লসের। তবে সশরীরে চার্লসকে উপস্থিত থাকতে হবে না।
ডায়ানার সঙ্গে বিচ্ছেদ, বৈবাহিক টানাপোড়েন নিয়ে প্রিন্স চার্লস বরাবরই সমালোচিত। ডায়ানার সঙ্গে বিয়ের আগে তেকে এবং বিয়ের পরও তিনি ক্যামিলার সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকারও দেন ডায়ানা, যা পরে স্বীকার করে নেন প্রিন্স চার্লস। ডায়ানার মৃত্যুর বেশ কয়েক বছর পর ক্যামিলাকে বিয়ে করেন তিনি। আগাগোড়া ক্যামিলা অপছন্দ হলেও, ছেলের পছন্দকেই শেষমেশ রানি মেনে নেন।
৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হচ্ছন চার্লস
এর পর, চলতি বছরের শুরুতে রানি জানান, তাঁর মৃত্যুর পর প্রিন্স চার্লস রাজা হলে, কুইন কনসর্ট হবেন ক্যামিলা। তবে সাম্প্রতিক একটি সমীক্ষাতেও দেখা গিয়েছে, রাজা হিসেবে চার্লসের থেকে উইলিয়ামকে বেশি পছন্দ দেশবাসীর। জনপ্রিয়তায় ছেলের থেকে এখনও অনেক পিছিয়ে চার্লস। এ দিন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রানির মৃত্যুশয্যার পাশেই ছিলেন চার্লস। শুক্রবার লন্ডনে ফেরার কথা তাঁর।