এক্সপ্লোর
পোড়া বাড়ি, মুখে মাখা ছাই, হাসছেন এই চিনা দম্পতি, ভিডিও মুহূর্তে ভাইরাল
বেজিং: পোড়া বাড়ির সামনে সেলফির ডার্ক হিউমারে মুহূর্তে বিখ্যাত হয়ে গিয়েছেন চিনা যুবক ঝং চেং ও তাঁর বান্ধবী। পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁদের বাড়ি। পোড়া সোফায় বসে তাঁরা পোস্ট করেছেন একের পর এক সেলফি ও ভিডিও।
ঝং ও তাঁর বান্ধবী থাকেন চিনার গুয়াংশি ঝুয়াং স্বশাসিত প্রদেশের গুইলিন এলাকায়। দুজনে মিলে চালান একটা নুডলস রেস্তোঁরা। ঝং জানিয়েছেন, গত সপ্তাহের শুরুতে তিনি যখন বাথরুমে ছিলেন, তখন পোড়া কিছুর গন্ধ পান। বাথরুমের দরজা খুলেই দেখেন, বাইরে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘুমন্ত বান্ধবীকে ডেকে তুলে আগুনে জল দিতে থাকেন তিনি।
প্রতিবেশীরা অগ্নি নির্বাপণ যন্ত্র নিয়ে আসেন, আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পোড়া বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার বদলে ওই তরুণ তরুণী সেখানে দাঁড়িয়ে নানা পোজে তুলতে থাকেন সেলফি। নিউ ইয়ারের ভিডিও-ও পোস্ট করেন। ধোঁয়া ও ছাইতে তাঁদের মুখ তখন কালো। জানান, আগুন সম্ভবত লেগেছে হিটার থেকে, শীতকালে আগুন থেকে সকলের সতর্ক থাকা উচিত।
এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন তাঁদের ইতিহাসের সবথেকে মজাদার দম্পতি বলে অভিহিত করেন।
আসলে এই দুর্ঘটনা ঝং ও তাঁর বান্ধবীর জীবনে খুব একটা সঙ্কট আনেনি। তাঁদের রেস্তোঁরা বেশ ভালই চলে, পোড়া বাড়ি সারিয়ে সুরিয়ে আবার এখানে ফিরে আসবেন তাঁরা। সব মিলিয়ে ১০,০০০ ইউয়ান বা ১,৫০০ মার্কিন ডলারের মত ক্ষতি হয়েছে তাঁদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement