(Source: ECI/ABP News/ABP Majha)
Kabul Blast: বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল
Kabul Explosion: তালিবান-শাসিত আফগানিস্তানের রাজধানী কাবুলে গ্রেনেড হামলা।
কাবুল: ফের রক্তাক্ত আফগানিস্তান। তালিবান-শাসিত আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ। সূত্রের খবর, কাবুলের পুল-ই-কিস্ত মসজিদে ( Pul-e-Khishti Mosque ) বিস্ফোরণ হয়েছে।
কখন হামলা:
বুধবার দুপুরের পর এই ঘটনাটি ঘটেছে বলে সেদেশের নিরাপত্তা বাহিনী সূত্রে খবর। একাধিক ব্যক্তির জখমের আশঙ্কা। গ্রেনেড ছোড়ার কারণে বিস্ফোরণ বলে দাবি। এখনও পর্যন্ত ৬ জনের জখম হওয়ার খবর জানিয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী। বুধবার বিকেলের প্রার্থনা চলার সময় হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারা হয় বলে জানানো হয়েছে আফগান পুলিশের তরফে। কাবুলের অত্যন্ত ঘিঞ্জি এলাকার মধ্যে রয়েছে পুল-ই-কিস্ত মসজিদ।
কী করছে পুলিশ?
কাবুলের পুরনো শহরের মধ্যে থাকা অতি প্রাচীন পুল-ই-কিস্ত মসজিদে গ্রেনেড হামলার জন্য় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে কাবুলের পুলিশ প্রশাসনের তরফে।
ঘটনার পিছনে কারা?
এখনও পর্যন্ত মসজিদে গ্রেনেড হামলার দায় কেউ নেয়নি। এর কদিন আগেই কাবুলে একটি গ্রেনেড (Grenade) হামলা হয়েছিল। ঘিঞ্জি বাজারের মাঝে ছোড়া হয়েছিল গ্রেনেড। সেই ঘটনায় মারা গিয়েছিলেন একজন। জখম হয়েছিলেন কমবেশি ৬০ জন বাসিন্দা। ওই ঘটনায় দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছিল তালিবান প্রশাসন। তাদের দাবি ছিল, লুঠ করতে গিয়ে ওই ঘটনা ঘটানো হয়েছিল।
গত বছরের অগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবান। কিন্তু তারপরেও হিংসাত্মক ঘটনার সংখ্যা কমেনি। ইসলামিক স্টেটের (Islamic State) একটি অংশের হামলার শিকার হতে হয়েছে আফগানিস্তানের বিভিন্ন এলাকাকে।
আরও পড়ুন: বুচার গণকবর নিয়ে চাপানউতোর, 'নাটক' দাবি রাশিয়ার, ইউক্রেন চাইল কড়া নিষেধাজ্ঞা